জাটিঙ্গামুখে টিপার গাড়ির ধাক্কায় ঘটনাস্থলে মৃত্যু যুবকের

ঝুমি নাথ, বড়খলা।
বরাক তরঙ্গ, ২২ ফেব্রুয়ারি : ফের সড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এক তরতাজা যুবকের। গুরুতর আহত হয়েছেন আরও তিনজন। শনিবার বিকেলে জাটিঙ্গামুখে সংঘটিত হয় এইনমর্মান্তিক দুর্ঘটনা। জাটিঙ্গামুখে টিপার গাড়ির ধাক্কায় ঘটনাস্থলে মৃত্যু হয় তারিণীপুরের বছর উনিশের সালমান হোসেন লস্কর নামে এক যুবকের। গুরুতর আহত হয় আরও তিনজন। সুফিয়ান হোসেন লস্কর (১৯) তারিণীপুর দ্বিতীয় খণ্ড। কামিল হোসেন মজুমদার (২২) দুধপুর প্রথম খণ্ড। নুর ইসলাম বড়ভুইয়া, কৃষ্ণপুর ডাকেরবন্দ এলাকায় বলে জানা গেছে।দূর্ঘটনা সংঘটিত করে পালিয়ে যায় ঘাতক ট্রিপার গাড়ি।

জানা গেছে, এদিন শিলচর থেকে রানিঘাট অভিমুখে দ্রুত গতিতে একটি টিপার গাড়ি আসার পথে জাটিঙ্গামুখ এলাকায় একটি মোটর সাইকেলে ধাক্কা মারে,এতে ঘটনাস্থলেই এক বাইক আরোহীর মৃত্যু হয়,বাকি তিনজন গুরতর আহত হন। স্থানীয়রা সঙ্গে সঙ্গে তাদেরকে উদ্ধার করে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। খবর পেয়ে ঘটনাস্থলে অরুণাচল পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে।

জাটিঙ্গামুখে টিপার গাড়ির ধাক্কায় ঘটনাস্থলে মৃত্যু যুবকের

Author

Spread the News