গুয়াহাটিতে এসে পৌঁছাল বিশ্বকাপ ফুটবলের ট্রফি

বরাক তরঙ্গ, ১৩ জানুয়ারি : গুয়াহাটিতে এসে পৌঁছাল বিশ্বের সবচেয়ে রোমাঞ্চকর ও জনপ্রিয় খেলা ফিফা বিশ্বকাপ ফুটবলের ট্রফি। বিশ্বকাপ ফুটবল ট্রফির উপস্থিতিতে গৌরবান্বিত হলো অসমের ভূমি। আসন্ন ফিফা বিশ্বকাপ ফুটবলের আগে বিশ্বভ্রমণের অংশ হিসেবে মঙ্গলবার দুপুরে গুয়াহাটির লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় ফিফা বিশ্বকাপের ট্রফি।
উল্লেখ্য, আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হবে ফিফা বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতা। বিশ্ব ক্রীড়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ এই টুর্নামেন্টটি এবার যৌথভাবে আয়োজন করছে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা। এই তিনটি দেশের ১৬টি শহরে অনুষ্ঠিতব্য ফিফা বিশ্বকাপ ২০২৬-এ অংশ নেবে মোট ৪৮টি দেশ।

রীতি অনুযায়ী, বিশ্বকাপের আগে ট্রফিটিকে বিভিন্ন দেশে প্রদর্শনের জন্য বিশ্বভ্রমণে নেওয়া হয়। তারই অংশ হিসেবে মঙ্গলবার ফিফা বিশ্বকাপের ট্রফি আনা হয়েছে গুয়াহাটিতে।
ফিফা বিশ্বকাপ ট্রফির এই বিশ্বভ্রমণ শুরু হয়েছে গত ৩ জানুয়ারি থেকে। এই সফরকালে ফিফা বিশ্বকাপ ২০২৬-এর আগে ট্রফিটি বিশ্বজুড়ে প্রায় ৭৫টি স্থান অতিক্রম করে ৩০টিরও বেশি দেশ ভ্রমণ করবে।

১৮ ক্যারেট সোনায় নির্মিত এই ট্রফিটির ওজন ৬.১৭৫ কিলোগ্রাম। বিশ্বভ্রমণের অংশ হিসেবে ভারত থেকে মাত্র দুটি শহরকে ট্রফি প্রদর্শনের জন্য নির্বাচিত করা হয়েছে—দিল্লি ও গুয়াহাটি। শনিবার দিল্লিতে ট্রফিটি প্রদর্শনের পর মঙ্গলবার সেটিকে গুয়াহাটিতে আনা হয়। বরঝার বিমানবন্দরে ট্রফিসহ সংশ্লিষ্ট আধিকারিক ও প্রতিনিধিদের দল পৌঁছানোর পর অসম ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। এরপর কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দিয়ে বিমানবন্দর থেকে ট্রফিটিকে বর্ষাপাড়াস্থিত অসম ক্রিকেট অ্যাসোসিয়েশনের স্টেডিয়ামে নিয়ে যাওয়া হয়। বিকেলে বর্ষাপাড়ায় মুখ্যমন্ত্রী ট্রফিটির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন, যার পর সাধারণ মানুষ এটি প্রত্যক্ষ করতে পারবেন। পাশাপাশি কোক স্টুডিওর পক্ষ থেকেও একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *