থানার ভেতরেই গুলিবিদ্ধ মহিলা, আশঙ্কাজনক, বরখাস্ত এসআই
৯ ডিসেম্বর : থানার ভেতরেই পুলিশের গুলিতে আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন এক মহিলা। থানার এক সাব ইন্সপেক্টর এমন কাণ্ড ঘটিয়েছেন। বন্দুকটি মুছতে গেলে অসাবধানতার জন্য ভুলে চলল গুলি। এতে গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ওই মহিলা। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের আলিগড়ে।
জানা গেছে, পাসপোর্ট যাচাইয়ের জন্য থানায় গিয়েছিলেন এক মহিলা। ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যদিও ওই ভিডিওর সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। ভিডিওতে দেখা গেছে, ইশরাত নামের ওই মহিলা পাসপোর্ট যাচাইয়ের জন্য তাঁর ছেলেকে নিয়ে থানায় গিয়েছিলেন শুক্রবার দুপুরে। একটি দরজার সামনে দাঁড়িয়ে ছিলেন তিনি। কিছুক্ষণ পর থানার এক পুলিশ আধিকারিক এসে এসআই মনোজের হাতে একটি পিস্তল তুলে দেন। মনোজ যখন পিস্তলটি পরিষ্কার করছিলেন, তখনই ‘ভুলবশত’ গুলি চালিয়ে ফেলেন তিনি। বন্দুকের মুখ মহিলার দিকে থাকায় সেই গুলি তাঁর মাথায় গিয়ে লাগে। রক্তাক্ত অবস্থায় আলিগড়ের জওহরলাল নেহরু মেডিক্যাল কলেজে ভর্তি করানো হয় মহিলাকে। তাঁর অবস্থা আশঙ্কাজনক।
অভিযুক্ত এসআই নাম মনোজ শর্মা তিনি ঘটনার পর থেকেই পলাতক। হাসপাতাল সূত্রে জানা গেছে, ওই মহিলার মাথার পিছনে গুলি লেগেছে। কর্তব্যে গাফিলতির জন্য ওই এসআইকে তাৎক্ষণিকভাবে বরখাস্ত করা হয়েছে। তাঁকে ধরতে একটি দল গঠন করা হয়েছে। খবর ও ছবি : আজকাল ডট ইন।