প্রধানমন্ত্রী আবাসের টাকা কারচুপি, মামলা মহিলার
বরাক তরঙ্গ, ৬ মে : প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা নিয়ে কারচুপির অভিযোগ এনে মামলা দায়ের করলেন বড়খলা উজান গ্ৰামের এক মহিলা। বড়খলা থানায় তিন জনের বিরুদ্ধে মামলা দায়ের করলেন মাসুমা খানম বড়ভূইয়া নামে মহিলা। মামলায় অভিযুক্তরা হলেন চেছরি জিপির জিআরএস পপ্পি পাল, জিপির প্রাক্তন সদস্য সিদ্দেক রহমান বড়ভূইয়া ও জিপি সচিব ফরিজ উদদ্দিন লস্কর।
সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মাসুমা খানম জানান, গত ২০২৩ / ২৪ এর প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে তাঁর স্বামী সামসুল হক বড়ভূইয়ার নামে একটি আবাস বরাদ্দ করা হয়। কিন্তু ঘরের কোন ধরনের কাজ হয়নি। তিনি বলেন, আবাস নির্মাণের জন্য দুই কিস্তির টাকা ৩২,৫০০ এবং ৪৮,৭৫০ দেওয়া হয় কিন্তু কিস্তির টাকা তাদের ব্যঙ্কের খাতায় না দিয়ে অভিযুক্তরা জালিয়াতি করে অন্য অ্যাকাউন্টে টাকা স্থানান্তর করে আত্মসাৎ করেন। তিনি এই বিষয়ে গ্রুপ সদস্য এবং অন্যান্যদের কাছে জানতে চাইলে তাঁরা বলেন, ঘরের টাকা এখনও আসেনি। পরবর্তীতে এ বিষয়ে ফের জানতে চাইলে তাঁরা আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার জন্য মোটা অঙ্কের টাকা দাবি করেন। মাসুমা খানম আরও বলেন, গত বন্যার সময় রিলিফ বণ্টন নিয়ে গ্রুপ সদস্যের সঙ্গে ঝগড়া হয়েছিল এর জন্য হয়তো এই কাজ করছেন। তাই এই বিষয়ে প্রশাসনের কাছে অনুরোধ করেন ন্যায় বিচার পাইয়ে দেওয়ার জন্য।
