লাংপি হাইড্রো প্রকল্পের জলে ভয়াবহ রূপ কচুয়ার, ভাঙল সেতু-বাঁধ
বরাক তরঙ্গ, ২৯ মে : গত তিন দিনের প্রবল বৃষ্টির কারণে বড়পানির কার্বি লাংপি হাইড্রো প্রকল্প চারটি গেট দিয়ে জল ছেড়েছে। মঙ্গলবার বিকেলে জল ছাড়ার কারণে কচুয়া অঞ্চলে ভয়াবহ রূপ নিয়েছে। বন্যার জলের তোড়ে ভেঙে উজানমারির একটি সেতু ও মাধবপাড়ার একটি বাঁধের অংশ।
কচুয়া ও শিমলুগুড়ির সংযোগকারী কাঠের সেতু ভেঙে যাওয়ায় চলাচলে সমস্যা তৈরি হয়েছে। এছাড়া শিংমারী বাজার ফেরি ও লীলা ঘাটের দু’টি সেতু প্লাবিত হয়েছে।
বন্যায় মাধবপাড়া-জুড়িপাড় সড়কের ওপর দিয়ে দুই ফুট জল চলে গেছে। বড়পানি নদীতে জলের অনেক উৎস রয়েছে। এই লেখা পর্যন্ত বন্যায় নগাঁও-কার্বি আংলং সীমান্তের বরচালি, নিজ ল্যাংরি, টেংরাটেক এবং মাইচম গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে।