রাজীব ভবনের পাশে কর্ণেন্দু ভট্টাচার্যের আবক্ষ মূর্তি উন্মোচন
বরাক তরঙ্গ, ২৫ মে : শিলচর জেলা কংগ্রেসের রাজীব ভবন প্রাঙ্গণে জেলা কংগ্রেসের প্রাক্তন জেলা সভাপতি তথা প্রাক্তন বিধায়ক ও সাংসদ কর্ণেন্দু ভট্টাচার্যের আবক্ষ মূর্তি উন্মোচন হল। রবিবার কাছাড়ের বিভিন্ন রাজনৈতিক এবং অরাজনৈতিক সংগঠনের ব্যক্তিদের হাত ধরে উন্মোচন হয় আবক্ষ মূর্তির।

এদিন উপস্থিত সবাই প্রয়াত কংগ্রেসের সর্বভারতীয় পর্যায়ের নেতা প্রয়াত কর্ণেন্দু ভট্টাচার্যের আবক্ষ মূর্তিতে পুষ্পার্ঘ্য নিবেদন করে শ্রদ্ধা জানান। এরপর আলোচনা সভার আয়োজন করা হয় রাজীব ভবনে। এতে উপস্থিত ছিলেন অসম প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক আনোয়ার হুসেন, জেলা সভাপতি অভিজিৎ পাল, আসাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ড. তপোধীর ভট্টাচার্য, বিধায়ক মিসবাহুল ইসলাম লস্কর, প্রাক্তন মন্ত্রী অজিত সিং, অসম বিধানসভার প্রাক্তন উপাধ্যক্ষ আমিনুল হক লস্কর, প্রাক্তন জেলা সভাপতি প্রদীপ দে, বাবুল হোড়, তৈমুর রাজা চৌধুরী, প্রদীপ দত্তরায় সহ প্রয়াত কর্ণেন্দু ভট্টাচার্যের স্ত্রী নন্দিনী ভট্টাচার্য, দুই কন্যা শোভনা ভট্টাচার্য ও কমেলিকা ভট্টাচার্য প্রমুখ।

বক্তারা প্রয়াত কণেন্দু ভট্টাচার্যে রাজনৈতিক ও সামাজসেবার বর্ণময় জীবনের বিষয়ে পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরেন। সবাই তাঁর সমাজের সর্বস্তরের উন্নয়নমূখী ও অতর্কিত ব্যক্তিত্বের কথাও তুলে ধরেন। সম্পূর্ণ অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন সূর্যকান্ত সরকার এবং অন্যান্যদের মধ্যে উপস্থিত সুজন দত্ত, তাপস দাস, নিশিকান্ত সরকার, আনসার হোসেন লস্কর, রনি দেবনাথ, অর্ঘ্যদীপ সাহা সহ বরাক উপত্যকার নেতা -কর্মীরা।
