দক্ষিণ ধলাই মসজিদ সমন্বয় সমিতির উদ্যোগে ১২০ জনের রক্তদান

ক্যান্সার সচেতনতা সভায় অভূতপূর্ব সাড়া_____

রাজীব মজুমদার, ধলাই।
বরাক তরঙ্গ, ২৫ মে : ৭২টি মসজিদ নিয়ে গঠিত দক্ষিণ ধলাই মসজিদ সমন্বয় সমিতির উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির ও ক্যান্সার সচেতনতা সভার আয়োজন করা হয়। রবিবার সকাল ১০টা থেকে ভাগা বাজার জামে মসজিদ চত্বরে শুরু হওয়া এই মহতি অনুষ্ঠানে এলাকার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। শিবির শুরু হতেই স্বেচ্ছায় রক্তদানে ইচ্ছুক ব্যক্তিদের মধ্যে নাম লেখানো ও রক্তদানের জন্য পুরোদস্তুর প্রতিযোগিতা শুরু হয়ে যায়। কে কার আগে রক্ত দান করবেন, তা নিয়ে রক্তদাতাদের মধ্যে উৎসাহ ও হুড়োহুড়ি ছিল চোখে পড়ার মতো। পরিস্থিতি সামাল দিতে মসজিদ সমন্বয় সমিতির স্বেচ্ছাসেবক ও রক্ত সংগ্রহকারী স্বাস্থ্যকর্মীদের রীতিমতো হিমশিম খেতে দেখা যায় ।

শিবিরের শুরুতেই ক্যান্সার রোগ ও রক্তদানের উপর একটি গুরুত্বপূর্ণ সচেতনতা সভা অনুষ্ঠিত হয়। মসজিদ সমন্বয় সমিতির সভাপতি জালাল আহমেদ মজুমদারের পৌরহিত্যে অনুষ্ঠিত এই সভায় ক্যান্সার রোগ এবং তা থেকে প্রতিকারের উপায় পর রক্তদানের উপকারিতার বিষয়ে মূল্যবান বক্তব্য রাখেন, ডাঃ দেলোয়ার হোসেন, ডক্টর বিষ্ণু, কাছাড় ক্যান্সার হাসপাতালের প্রতিষ্ঠাতা সদস্য কল্যাণ চক্রবর্তী, সমাজকর্মী মশিরুল বারি, সাবির আহমেদ চৌধুরী, মসজিদ সমন্বয় পরিচালন সমিতির প্রচার সচিব রাজীব হোসেন মজুমদার। বক্তব্যে উঠে আসে এক উদ্বেগজনক তথ্য – বিশ্বে ক্যান্সার প্রবণ দেশের তালিকায় প্রথম সারিতে রয়েছে ভারত। ক্যান্সার নির্মূলে তামাক ও তামাকজাত দ্রব্য সেবন থেকে বিরত থাকা, ক্যান্সারের উপর সচেতনতা বৃদ্ধির গুরুত্ব এবং সুস্থ জীবনযাপন সহ বিভিন্ন প্রসঙ্গ আলোচনায় উঠে আসে।

দক্ষিণ ধলাই মসজিদ সমন্বয় সমিতির উদ্যোগে ১২০ জনের রক্তদান

এদিন শিবিরে মোট ১২০ জন ব্যক্তি স্বেচ্ছায় রক্তদান করেন। রক্তদাতাদের মধ্যে অনেকেই জীবনে প্রথমবারের মতো রক্তদান করার অভিজ্ঞতা অর্জন করেছেন। নিজেদের অনুভূতির কথা প্রকাশ করতে গিয়ে তারা বলেন যে রক্তদানের মতো মহৎ কাজে অংশগ্রহণ করতে পেরে তারা গর্বিত বোধ করছেন। সকলেই মসজিদ সমন্বয় সমিতির এই উদ্যোগকে ভূয়সী প্রশংসা করেন।

দক্ষিণ ধলাই মসজিদ সমন্বয় সমিতির উদ্যোগে ১২০ জনের রক্তদান

মসজিদ সমন্বয় সমিতির সম্পাদক সাবির আহমেদ চৌধুরী জানান, মানুষের এই স্বতঃস্ফূর্ত সাড়ায় সমিতি অত্যন্ত আনন্দিত। মানুষের উৎসাহ দেখে এখন থেকে প্রতি তিন মাস অন্তর অন্তর স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজনের পরিকল্পনা করছে মসজিদ সমন্বয় সমিতি। তিনি আরও জানান, আজকের সংগৃহীত রক্ত কাছাড় ক্যান্সার হাসপাতালে দান করা হয়েছে।

দক্ষিণ ধলাই মসজিদ সমন্বয় সমিতির উদ্যোগে ১২০ জনের রক্তদান

এই উদ্যোগ নিঃসন্দেহে এলাকার স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে এবং জীবন রক্ষাকারী রক্ত সংগ্রহে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। দক্ষিণ ধলাই মসজিদ সমন্বয় সমিতির এই মহতি প্রচেষ্টা আগামী দিনে আরও অনেক জীবন বাঁচাতে সহায়ক হবে বলে আশা করা যায়।

Author

Spread the News