বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের প্রক্রিয়াকে বন্ধ রেখে পদাধিকারীদের নাম ঘোষণায় নিন্দা

বরাক তরঙ্গ, ৩০ মার্চ : আসাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ছাত্রছাত্রীদের গণতান্ত্রিক অধিকারকে সম্পূর্ণ পদদলিত করে ছাত্র সংসদ নির্বাচনের প্রক্রিয়াকে বন্ধ রেখে শুধু একটি নোটিফিকেশন জারি করে ছাত্র সংসদের পদাধিকারীদের নাম ঘোষণার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করে ছাত্র সংগঠন এআইডিএসও’র অসম রাজ্য কমিটি। সংগঠনের পক্ষ থেকে এক প্রেস বার্তায় বলা হয় যে শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীদের যে গণতান্ত্রিক অধিকার দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে অর্জিত হয়েছিল তা কেড়ে নিতে একের পর এক নিয়ম চালু করা হচ্ছে। প্রথমে লিংডো কমিশনের সুপারিশ কার্যকর করার নামে ছাত্র ছাত্রীদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ক্ষেত্রে এবং ছাত্র সংগঠনগুলোর প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের প্রচারের ক্ষেত্রে নানা ধরনের নিষেধাজ্ঞা জারি করা হয়। বর্তমান সরকারের আমলে কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত না করে সরাসরি শাসকদলের অনুগত ছাত্র সংগঠনের প্রতিনিধিদের ছাত্র সংসদের পদাধিকার বণ্টন করে দিয়ে দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকেই ধ্বংস করা হচ্ছে।

সংগঠনের পক্ষ থেকে আসাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের চরম স্বৈরাচারী সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহারের জোরালো দাবি জানানোর পাশাপাশি আসাম বিশ্ববিদ্যালয়ের এই অগণতান্ত্রিক পদক্ষেপের বিরুদ্ধে ছাত্ৰছাত্ৰী ও শিক্ষাদরদী গণতন্ত্রপ্রিয় জনসাধারণকে সোচ্চার হতে আহ্বান জানানো হয়।

বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের প্রক্রিয়াকে বন্ধ রেখে পদাধিকারীদের নাম ঘোষণায় নিন্দা
Spread the News
error: Content is protected !!