রবিবার সৈদপুরে বারিকনগরীর ইসালে সওয়াব
বরাক তরঙ্গ, ৮ ফেব্রুয়ারি : শাহছুফি জমির উদ্দিন ও শাহছুফি কারি সইফ উদ্দিন বারিকনগরীর বার্ষিক ইসালে সওয়াব মহফিল আগামী ৯ ফেব্রুয়ারি রবিবার সৈদপুর ৪র্থ খণ্ডে বিভিন্ন কার্যসূচির মধ্য দিয়ে অনুষ্ঠিত হবে। এদিন সকাল ৮ টায় কোরান খতমের মাধ্যমে অনুষ্ঠান শুরু হবে তারপর ওয়াজ মহফিল চলবে। বিকেল ৪ টায় তরিকতের খতম, খতমে খাজেগান, মিলাদ, আখেরি মোনাজাত ও শিরণি বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে।
ইসালে সওয়াবকে কেন্দ্র করে বিশাল প্যান্ডেলের কাজ চলছে জোরকদমে, তাছাড়া রাস্তাঘাট সহ মোকাম চত্বরকে সাজিয়ে তোলা হচ্ছে। মহফিলে ধর্মপ্রাণ জসাধারণের উপস্থিতি ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন আয়োজক কমিটির কর্মকর্তারা।

