ত্রিপুরায় শুরু হচ্ছে দু’দিনের জি২০ সম্মেলন

বরাক তরঙ্গ, ২ এপ্রিল : সোমবার থেকে শুরু হচ্ছে ত্রিপুরায় জি২০ সম্মেলন চলবে দু’দিন অর্থাৎ ৩ ও ৪ এপ্রিল। জি–২০-র বিজ্ঞান সামিট প্রদর্শনী হবে হাঁপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গনের ইন্ডোর প্রদর্শনী হলে।জি২০  বিজ্ঞান সামিটের মূল অনুষ্ঠানটি হবে ৪ এপ্রিল। এই সামিটের থিম হচ্ছে ক্লিন এনার্জি ফর এ গ্রিনার ফিউচার। এতে জি২০ ভুক্ত ১৪ টি দেশের প্রতিনিধি সহ অতিরিক্ত আরও নয়টি দেশের আমন্ত্রিত সদস্য ও দেশের কেন্দ্রীয় স্তরের প্রতিনিধি সহ প্রায় ৯০ জনের প্রতিনিধি দল জি২০ সামিটে অংশ নিচ্ছেন। রবিবার দুপুরে বিশেষ বিমানে ত্রিপুরা রাজ্যে আসেন জি জি-২০ সামিটের প্রতিনিধিরা।তাদের কে এমবিবি বিমানবন্দরে থেকে রাজ্য সরকারের পক্ষ থেকে ফুলের মালা পরিয়ে বরণ করে স্বাগত জানিয়ে বিলাশি বাহনে করে নিয়ে আসা হয় হোটেলে। আসার পথে সড়কের স্থানে স্থানে ত্রিপুরা রাজ্যের চিরাচরিত সংস্কৃতি তুলে ধরা হয়।

ত্রিপুরায় শুরু হচ্ছে দু'দিনের জি২০ সম্মেলন

এদিন দুই ভাগে জি-২০ সামিটের প্রতিনিধিরা বিমান যোগে রাজ্যে এসে উপস্থিত হন বলে জানা গেছে।বিমানবন্দর থেকে হোটেল পর্যন্ত রাস্তার দু’পাশে বিভিন্ন সাজে সাজিয়ে তোলা হয়ে ছিল। এবং প্রতিনিধি দলকে স্বাগত জানাতে রাস্তার দু পাশে অসংখ্য লোকের ভিড় পরিলক্ষিত হয়। আর  বিমানবন্দর থেকে বিশাল কনভয় রওনা হওয়ার পর রাস্তার পাশে দাড়িয়ে থাকা লোকজন হাত নাড়িয়ে প্রতিনিধি দলকে রাজ্য স্বাগত জানান। এতে সাধারন মানুষ ভিড় জমিয়েছিলেন।

ত্রিপুরায় শুরু হচ্ছে দু'দিনের জি২০ সম্মেলন

এদিকে হোটেলে প্রবেশের পথে হোটেলের বাইরের অপেক্ষারত বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রী সহ এনসিসি-র সদস্যরা ১৪ টি দেশের পতাকা হাতে নিয়ে তাদের স্বাগত জানান। এদিকে পরে জি ২০ সম্মেলনে আসা প্রতিনিধিরা ইলবার্ট এক্কা পার্ক ও কুমারিটিলা মিউজিক্যাল ফাউন্টেনটি পরিদর্শন করেন। এছাড়াও রবিবার সন্ধ্যায় রাজ্য অতিথিশালয় প্রতিনিধিদের সঙ্গে মুখ্যমন্ত্রীর একটি সভা অনুষ্ঠিত হয় বলে খবর পাওয়া গেছে।
প্রতিবেদক : আব্দুল হান্নান, ধর্মনগর।

Author

Spread the News