২১ ডিসেম্বর : ফের ভাড়া বাড়ছে ট্রেনের। দূরপাল্লার যাত্রার ক্ষেত্রে ভাড়ার নতুন কাঠামো প্রকাশ করল ভারতীয় রেল। রেলের তরফে জানানো হয়েছে, ২৬ ডিসেম্বর থেকে নতুন ভাড়া কার্যকর হবে। তবে লোকাল ট্রেনের ক্ষেত্রে কোনও ভাড়া বৃদ্ধি হচ্ছে না।
রেল সূত্রে জানা গিয়েছে, দূরপাল্লার মেল এবং এক্সপ্রেস এই দুই ধরনের ট্রেনের টিকিটের দাম বাড়ছে। যদিও সেটি নির্ধারিত হবে কিলোমিটারের ওপর ভিত্তি করে। জেনারেল টিকিটের ভাড়া বৃদ্ধির ব্যাপারেও যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেক্ষেত্রেও কিছু নির্দিষ্ট নিয়ম থাকছে।
নতুন নিয়মে দূরপাল্লা ট্রেনের সাধারণ শ্রেণিতে ২১৫ কিলোমিটার পর্যন্ত অতিরিক্ত ভাড়া লাগবে না। তারপর থেকে প্রতি কিলোমিটারে এক পয়সা করে ভাড়া বাড়ছে। আর নন এসি দূরপাল্লার মেল এবং এক্সপ্রেস ট্রেনে প্রতি কিলোমিটারে দুই পয়সা করে ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ নন-এসিতে ৫০০ কিলোমিটার পর্যন্ত যাতায়াতে অতিরিক্ত ১০ টাকা লাগবে।
এদিকে, এসির টিকিটের ক্ষেত্রে প্রতি কিলোমিটারে দু’পয়সা করে ভাড়া বাড়বে বলে জানিয়েছে রেল। এর আগে জুলাইয়ে ভাড়া বৃদ্ধি করেছিল রেল। চলতি বছরে এই নিয়ে দুই বার দূরপাল্লার ট্রেনের ভাড়া বাড়াল রেল। ভাড়া বৃদ্ধির ফলে রেল আশাবাদী যে, তারা বছরে ৬০০ কোটি টাকা অতিরিক্ত আয় করবে।


