২৬ নভেম্বর থেকে শুরু হচ্ছে ঐতিহ্যবাহী বরববাবা পূজা ও মেলা

বরাক তরঙ্গ, ২৪ নভেম্বর : অন্যান্য বছরের মতো এবছরও রাস পূর্ণিমার দিনে অর্থাৎ রবিবার ২৬ নভেম্বর শিলকুড়িতে ঐতিহ্যবাহী বরব বাবা পূজা ও মেলা শুরু হচ্ছে। এ দিন সকাল ১১ টায় শিলকুড়ি চা বাগান সংলগ্ন মন্দিরে পূজা ও মেলার আনুষ্ঠানিক ভাবে সূচনা করা হবে। চলবে তিনদিনব্যাপী। পূজার উদ্ঘাটন করবেন রামকৃষ্ণ মিশন সেবাশ্রম স্বামী গণধিশানন্দজি মহারাজ।

এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কবীন্দ্র পুরকায়স্থ। এ ছাড়া বিশেষ অতিথিরূপে থাকবেন করিমগঞ্জের সাংসদ কৃপানাথ মালা।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন লক্ষীপুরের বিধায়ক কৌশিক রায়, অসম চা কর্পোরেশন চেয়ারম্যান রাজদীপ গোয়ালা, সোনাই বিধায়ক করিম উদ্দিন বড়ভূইয়া, জেলা আয়ুক্ত রোহন কুমার ঝা ও পুলিশ সুপার নুমুল মাহাতো। অনুষ্ঠানে এবং পুজোয় সবার উপস্থিতি কামনা করে বরমবাবা মন্দির পরিচালনা কমিটি।

Author

Spread the News