বিহারে তিন পাক জঙ্গির প্রবেশ, হাই অ্যালার্ট জারি
২৮ আগস্ট : বিহারে তিন পাক জঙ্গি ঢুকেছে বলে দাবি পুলিশের ৷ সেই খবর প্রকাশ্যে আসতেই হাই অ্যালার্ট জারি করেছে প্রশাসন। সূত্রের খবর, পাকিস্তান থেকে এই তিন সন্ত্রাসী নেপাল হয়ে বিহারে প্রবেশ করেছে। তিনজনই জৈশ-ই-মহম্মদের সদস্য বলেও জানা গিয়েছে।
প্রশাসনিক সূত্রে খবর, পাকিস্তান থেকে এই তিন সন্ত্রাসী নেপাল হয়ে বিহারে প্রবেশ করেছে। এদের মধ্যে একজন হাসনাইন আলি, যে পাকিস্তানের রাওয়ালপিন্ডির বাসিন্দা। দ্বিতীয়জন আদিল হোসেন, সে পাকিস্তানের উমরকোটের বাসিন্দা, এবং তৃতীয়জন হল বাহাওয়ালপুরের মহম্মদ উসমান। সেও পাকিস্তানের বাসিন্দা বলে জানা গিয়েছে। পিএইচকিউ (সর্দার প্যাটেল ভবন) এই তিনজনের পাসপোর্ট সম্পর্কিত তথ্য সীমান্তবর্তী জেলাগুলিকে পাঠিয়েছে ৷ জানা যাচ্ছে, এই তিন সন্ত্রাসী আগস্টের দ্বিতীয় সপ্তাহে নেপালের কাঠমান্ডুতে পৌঁছেছিল। সেখান থেকে এরা গত সপ্তাহে বিহারে এসেছে।
নেপালের সঙ্গে বিহারের সীমান্ত অত্যন্ত দীর্ঘ এবং সংবেদনশীল বলে মনে করা হয়৷ আগেও এই রুট সন্ত্রাসী কার্যকলাপের জন্য ব্যবহৃত হয়েছে। এই খবরের পর সীমান্ত এলাকায় সতর্কতা এবং নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে বলে খবর৷ পাশাপাশি এসএসবি জওয়ানদের সতর্ক থাকতে বলা হয়েছে। বিহার পুলিশ সদর দফতরের তরফে রাজ্যের সমস্ত জেলাকেও সতর্ক করা হয়েছে। বিশেষ করে সীমান্তবর্তী জেলা সীতামাঢ়ি, মধুবনী, পশ্চিম চম্পারণ, আরারিয়া, কিষাণগঞ্জ এবং সুপৌলের পুলিশকে অতি সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে ৷