সরকার গঠন নিয়ে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ মণিপুরের এনডিএ-র
২৮ মে : রাষ্ট্রপতি শাসিত মণিপুরে নতুন সরকার গঠনের জন্য প্রস্তুত ৪৪ জন বিধায়ক। সরকার গঠনের দাবি নিয়ে বুধবার নয় বিধায়ককে সঙ্গে নিয়ে তিনি রাজভবনে গিয়ে রাজ্যপাল অজয়কুমার ভাল্লার সঙ্গে দেখা করেছেন, জানিয়েছেন বিজেপি নেতা (বিধায়ক) থোকচোম রাধেশ্যাম সিং। রাজভবনে রাজ্যপালের সঙ্গে দেখা করে বাইরে এসে এই বিবৃতি দিয়েছেন রাধেশ্যাম।
থোকচোম রাধেশ্যাম বলেন ‘জনগণের ইচ্ছা অনুযায়ী সরকার গঠনের জন্য ৪৪ জন বিধায়ক প্রস্তুত। আমরা রাজ্যপালকে এই বিষয়টি জানিয়েছি। চলমান সমস্যার সমাধান কী হতে পারে তা নিয়েও রাজ্যপালের সঙ্গে আমরা আলোচনা করেছি।’
তিনি বলেন, ‘মহামহিম রাজ্যপাল আমাদের সব বক্তব্য মন দিয়ে শুনেছেন। সব শুনে জনগণের সর্বোত্তম স্বার্থে ইতিবাচক পদক্ষেপ তিনি গ্রহণ করবেন বলে আমাদের আশ্বস্ত করেছেন।’ সরকার গঠনের দাবি জানাবেন কিনা জানতে চাইলে রাধেশ্যাম সিং বলেন, ‘এ ব্যাপারে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বই সিদ্ধান্ত নেবেন। আমরা আমাদের অবস্থান জানিয়েছি। জানিয়েছি, সরকার গঠনের জন্য আমরা প্রস্তুত। এখন বিষয়টি কেন্দ্রীয় নেতৃত্ব এবং রাজ্যপাল ভেবে দেখবেন।’
তিনি বলেন, ‘স্পিকার থোকচোম সত্যব্রত ব্যক্তিগতভাবে এবং যৌথভাবে ৪৪ জন বিধায়কের সাথে দেখা করেছেন। নতুন সরকার গঠনের বিরুদ্ধে কেউ নেই। সবাই চান রাজ্যে সরকার গঠন হোক।’ রাধেশ্যাম বলেন, ‘সরকার না থাকায় মানুষ অনেক কষ্টের সম্মুখীন হচ্ছেন। আগের মেয়াদে, কোভিড-এর জন্য দু বছর নষ্ট হয়েছিল। এই মেয়াদে সহিংসতার ফলে আরও দু বছর নষ্ট হয়েছে।’
প্রসঙ্গত, ২০২৩ সালের মে মাসে মেইতেই এবং কুকি-জোদের মধ্যে সংঘটিত জাতিগত সংঘর্ষের পরিণতিতে বিজেপি নেতৃত্বাধীন সরকারের মুখ্যমন্ত্রী পদ থেকে এন বীরেন সিং পদত্যাগ করেছিলেন। এর পর গত ফেব্রুয়ারি থেকে রাজ্য রাষ্ট্রপতি শাসন জারি রয়েছে।
এখানে উল্লেখ করা যেতে পারে, ৬০ সদস্যের মণিপুর বিধানসভায় বর্তমানে ৫৯ জন বিধায়ক রয়েছেন। এক বিধায়কের মৃত্যুতে একটি আসন শূন্য। বিজেপি নেতৃত্বাধীন জোটে ৩২ জন মেইতেই বিধায়ক, তিনজন মণিপুরি মুসলিম বিধায়ক এবং নয়জন নাগা বিধায়ককে নিয়ে মোট ৪৪ জন রয়েছেন।
এছাড়া বিধানসভায় রয়েছেন কংগ্রেসের পাঁচ বিধায়ক (সকলেই মেইতেই), বাকি ১০ বিধায়ক কুকি, যাঁদের মধ্যে সাতজন বিজেপির টিকিটে গত নির্বাচনে বিজয়ী হয়ছিলেন, দুজন কুকি পিপলস অ্যালায়েন্স এবং একজন নির্দল।
