একের পর এক দোকান গুঁড়িয়ে তিনজন পিষে দিল বেপরোয়া গতির ট্রাক

১০ আগস্ট : ভয়াবহ দুর্ঘটনা। মদ্যপ চালক একের পর এক দোকান গুঁড়িয়ে তিনজন পিষে দিল। শনিবার রাতে পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় এই ভয়ঙ্কর দুর্ঘটনাটি সংঘটিত হয়। রাতের অন্ধকারে তিন জনকে পিষে দিল বেপরোয়া গতির ট্রাক। গুরুতর জখম হয়েছেন বেশ কয়েক জন। শনিবার রাতে পাঁশকুড়ার সিদ্ধা বাজারে দুর্ঘটনাটি ঘটেছে। অভিযোগ, ট্রাকের চালক এবং খালাসি দুজনই নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন। তাঁরা বেপরোয়া গতিতে ট্রাক চালাচ্ছিলেন। যার জেরে এই দুর্ঘটনা। পুলিশ তদন্ত করছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, জাতীয় সড়ক দিয়ে যাওয়ার সময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে আচমকা ফুটপাথে উঠে পড়ে। ট্রাকের ধাক্কায় গুঁড়িয়ে যায় বেশ কয়েকটি দোকান। চাকায় পিষ্ট হয়ে তিন জন ঘটনাস্থলেই মারা যান। কয়েক জন গুরুতর জখম হন। তাঁদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ট্রাকটিকে আটক করেছে পাঁশকুড়া থানার পুলিশ। দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে খড়্গপুর থেকে কোলাঘাটের দিকে আসছিল মালবোঝাই ট্রাকটি। সিদ্ধা বাজারের কাছে দুর্ঘটনার কবলে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গতি এতই বেশি ছিল যে, ট্রাকটি লোহার ব্যারিকেড ভেঙে রাস্তার পাশে থাকা একাধিক দোকান গুঁড়িয়ে দেয়। অভিযোগ, ট্রাকের চালক ও খালাসি মদ্যপ অবস্থায় ছিলেন। সেকারণে এই দুর্ঘটনা। ঘটনাস্থল থেকে তিনটি দেহ উদ্ধার হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Spread the News
error: Content is protected !!