‘ব্ৰডকাস্ট প্ৰোডাকশন’ নিয়ে তিনদিনের কৰ্মশালা শুরু  বিশ্ববিদ্যালয়ে

বরাক তরঙ্গ, ২৪ জুলাই : জাতীয় সম্প্ৰচার দিবস উপলক্ষে আসাম বিশ্ববিদ্যালয়ের গণজ্ঞাপন বিভাগের উদ্যোগে বুধবার থেকে শুরু হয়েছে ‘ব্ৰডকাস্ট প্ৰোডাকশন’ নিয়ে তিনদিনের কৰ্মশালা৷ এতে রিসোর্স পাৰ্সন হিসেবে অংশ নিচ্ছেন প্ৰসার ভারতীর অবসরপ্ৰাপ্ত কৰ্মকৰ্তা তথা বিশিষ্ট লেখক প্ৰতুল যোশি৷ এদিন কৰ্মশালার সূচনা হয় বিভাগীয় প্ৰধান ড. চাৰ্বাকের উষ্ণ অভ্যৰ্থনার মাধ্যমে৷ স্বাগত বক্তব্য রাখার পাশাপাশি তিনি কৰ্মশালার রিসোর্স পাৰ্সন যোশিকে প্রশিক্ষার্থী সহ অনুষদ সদস্যদের সঙ্গে পরিচয় করিয়ে দেন৷

উদ্বোধনী পৰ্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মিডিয়া সেলের চেয়ারম্যান তথা বিভাগীয় সহযোগী অধ্যাপক ড. এসএম আলফারিদ হুসেইন, ড. পারমিতা দাস, ড. আয়েশা টি. রশিদ প্ৰমুখ৷ অনুষ্ঠানে প্ৰসার ভারতীর প্ৰাক্তন কৰ্মকৰ্তা যোশি আকাশবাণীর সম্প্ৰচারের বিবৰ্তন সম্পৰ্কে তাঁর জ্ঞান, ব্যক্তিগত উপাখ্যান ও পেশাদার অভিজ্ঞতা ভাগ করে শিক্ষাৰ্থীদের মুগ্ধ করেন৷ তিনি অ্যানালগ থেকে ডিজিটাল সম্প্ৰচারের রূপান্তরমূলক পরিবৰ্তনগুলি তুলে ধরেন এবং নতুন মিডিয়ার যুগে আকাশবাণীর প্ৰাসঙ্গিকতা নিয়ে আলোচনা করেন৷ পাশাপাশি তিনি আকৰ্ষণীয় সম্প্ৰচারের পেছনে সৃজনশীল প্ৰক্রিয়ারও আভাস দেন৷

‘ব্ৰডকাস্ট প্ৰোডাকশন’ নিয়ে তিনদিনের কৰ্মশালা শুরু  বিশ্ববিদ্যালয়ে

প্ৰথম দিনের কৰ্মশালায় একটি প্ৰাণবন্ত প্রশ্নোত্তর পৰ্বও ছিল৷ এতে প্ৰশিক্ষাৰ্থীরা সম্প্ৰচারে ক্যারিয়ারের সুযোগ থেকে শুরু করে আধুনিক মিডিয়া প্ৰোডাকশনের চ্যালেঞ্জ নিয়ে যোশির সঙ্গে আলোচনা করেন৷ দ্বিতীয় ভাগে তিনি লেখার ধরন নিয়ে আলোচনা করেন৷ এতে তিনি লেখার স্পষ্টতা, সংক্ষিপ্ত আকার ও সৃজনশীলতার ওপর জোর দেন৷

‘ব্ৰডকাস্ট প্ৰোডাকশন’ নিয়ে তিনদিনের কৰ্মশালা শুরু  বিশ্ববিদ্যালয়ে

প্ৰসঙ্গত, ভারতীয় সম্প্ৰচার (প্ৰোগ্ৰাম) সাৰ্ভিস-এর অবসরপ্ৰাপ্ত কৰ্মকৰ্তা প্ৰতুল যোশি লখনউ, আলমোড়া, ইটানগর, শিলং সহ একাধিক আকাশবাণী কেন্দ্ৰে কাজ করেছেন৷, তিনি ভারতীয় পাবলিক সম্প্ৰচারের ওপর বৈশ্বিক দৃষ্টিভঙ্গি নিয়ে আয়োজিত আন্তৰ্জাতিক সম্প্ৰচার অনুষ্ঠানেও ভারতের প্ৰতিনিধিত্ব করেছেন৷ তিনি একজন দক্ষ লেখক, নাট্যকার এবং সাংস্কৃতিক কৰ্মীও৷

কৰ্মশালা চলবে আগামী শুক্রবার পৰ্যন্ত৷ এতে প্ৰশিক্ষাৰ্থীদের উন্নত ‘ব্ৰডকাস্ট প্ৰোডাকশন’ এর কৌশল সম্পৰ্কে হাতে-কলমে প্ৰশিক্ষণ দেওয়া হবে৷ সেইসঙ্গে বিশেষজ্ঞদের উপস্থিতিতে আলোচনাও আয়োজিত হবে৷

Spread the News
error: Content is protected !!