অধরচাঁদ স্কুলের তিন কৃতী ছাত্রকে সংবর্ধনা ট্রাস্টের

দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ১৭ ফেব্রুয়ারি : শিলচর অম্বিকাপট্টিস্থিত ঐতিহ্যবাহী অধরচাঁদ হায়ার সেকেন্ডারি স্কুলে শচীন্দ্রকুমার পাল মেমোরিয়াল ট্রাস্টের বিশেষ উদ্যোগে ২০২৩-২৪ বর্ষের তিনজন কৃতী ছাত্রকে সংবর্ধনা সহ আর্থিক অনুদান প্রদান করা হয়। সোমবার আয়োজিত অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক দিলীপকুমার পাল, অধরচাঁদ হায়ার সেকেন্ডারি স্কুলের অধ্যক্ষা বর্ণালী ভট্টাচার্য, স্কুলের পরিচালন কমিটির সভাপতি শুভ্রাংশু শেখর ভট্টাচার্য, দীপক সেনগুপ্ত, নিলয় পাল, সমুন পাল সহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা সহ পড়ুয়ারা। সংবর্ধিত তিন ছাত্র হলেন প্রকাশজয় রিয়াং, গৌরগোবিন্দ বিশ্বাস ও সুরজ নমশূদ্র।

বক্তব্যে মুখ্য অতিথি দিলীপকুমার পাল এই শচীন্দ্রকুমার পাল মেমোরিয়াল ট্রাস্টের সৃষ্টির ও তাঁর বাবা প্রয়াত শচীন্দ্রকুমার পালের জীবনের বিভিন্ন অংশ তুলে ধরেন।  ছাত্রদের সামনে স্কুলের ঐতিহ্যের কথাও উল্লেখ করেন। তিনি বলেন, জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে যেভাবে অভিভাবকদের মর্যাদা দেওয়ার প্রয়োজন রয়েছে, ঠিক একইভাবে শিক্ষক-শিক্ষিকাদেরও সম্মান দিতে হবে। স্কুল পরিচালনা কমিটির সভাপতি শুভ্রাংশু শেখর ভট্টাচার্য বলেন, দেশ গঠনের ক্ষেত্রে আদর্শবান ছাত্র হওয়ার প্রয়োজন। একজন আদর্শবান ছাত্র সঠিক সমাজ গঠনের ক্ষেত্রে বলিষ্ঠ ভূমিকা পালন করতে পারে।

অধরচাঁদ স্কুলের তিন কৃতী ছাত্রকে সংবর্ধনা ট্রাস্টের

এদিন অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষক দীপক সেনগুপ্ত এবং ধন্যবাদসূচক বক্তব্য রাখেন শিক্ষিকা অনন্যা দত্ত ও শেষে সমবেতভাবে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সমাপ্তি ঘটে।

অধরচাঁদ স্কুলের তিন কৃতী ছাত্রকে সংবর্ধনা ট্রাস্টের
অধরচাঁদ স্কুলের তিন কৃতী ছাত্রকে সংবর্ধনা ট্রাস্টের

Author

Spread the News