শিলচরের ফুটপাতের ক্ষুদ্র ব্যবসায়ীদের স্থায়ী জায়গা দেওয়ার দাবি সমিতির
বরাক তরঙ্গ, ১৭ ফেব্রুয়ারি : শিলচর শহরে জেলা প্রশাসনের নির্দেশে ফুটপাত খালি করা বা উচ্ছেদ চলছে। ফলে সপ্তাহদিন ধরে ফুটপাতে কোন ব্যবসা করতে না পেরে বিপাকে পড়েছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। অনেকের আর্থিক অনটন দেখা দিয়েছে। সোমবার ফুটপাতের ক্ষুদ্র ব্যবসায়ীদের একটি স্থায়ী জায়গা দেওয়ার দাবি জানিয়ে জেলা আয়ুক্তের কাছে এক স্মারকপত্র প্রদান করে ক্ষুদ্র ব্যবসায়ী সমিতি। সমিতির সভাপতি রানু দাস বলেন, দীর্ঘবছর ধরে তাঁরা এই ক্ষুদ্র ব্যবসা করে সংসার চালাচ্ছেন। তাঁদের কাছে বিকল্প কোন পথ নেই। তিনি বলেন, এই ব্যবসায় অনেকের সমস্যা হয় তা-ও আমাদের জানা। তবুও আমরা বেঁচে থাকার তাগিদে ব্যবসা চালিয়ে যাচ্ছি। তিনি বলেন, যতক্ষণ তাঁরা ব্যবসা করেন ততক্ষণই তাঁরা দাঁড়িয়ে থাকেন। বসার কোন ব্যবস্থা নেই। চাল নেই বৃষ্টির আতঙ্ক থাকে। সামগ্রীও নষ্ট হয়। তারপরও নিরুপায় হয়ে ব্যবসা চালাচ্ছেন। এও বলেন, এই ব্যবসায় পথচারীদের কষ্ট হয়, সেজন্য তাঁরা ক্ষমাপ্রার্থী।
বলেন, বর্তমান জেলা প্রশাসনের নির্দেশাক্রমে ফুটপাত দখলমুক্তের কাজ চলছে এতে ক্ষুদ্র ব্যবসায়ীদের ব্যাপক হারে ক্ষতির সম্মুখীন হচ্ছেন। ফুটপাতের উপরে ব্যবসা করেই কয়েকশত পরিবার চলছে। ব্যবসা বন্ধ হয়ে গেলে তাঁদের পরিবার না খেয়ে দিন কাটাবে। তাই বৃহত্তর স্বার্থে ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য স্থায়ী জায়গা দেওয়ার দাবি জানান তিনি। এ দিন অন্যান্যদের মধ্যে ছিলেন বিজয় পাল, নিতু দাস, বিপ্লব দাস, গোপাল দাস, রূপক পাল, রতন বণিক সহ ক্ষুদ্র ব্যবসায়ীরা। শেষে আগামী দিনে জেলা প্রশাসনের দ্বারা ক্ষুদ্র ব্যবসায়ী সম্পর্কিত বৈঠকে সমিতি কয়েকজন সদস্যকে উপস্থিত থালতে অনুমতি দেওয়ার অনুরোধ করেন।

