অমৃত কলস যাত্রার তৃতীয় পর্যায় বিশাল শোভাযাত্রা লোয়াইরপোয়ায়

বরাক তরঙ্গ, ১৫ অক্টোবর : বিশাল সংখ্যাক দলীয় কর্মী সমর্থকের উপস্থিতিতে অমৃত কলস যাত্রার তৃতীয় পর্যায় সম্পন্ন হল লোয়াইরপোয়ায়। পূর্ব নির্ধারিত সূচি মোতাবেক অতি আড়ম্বরপূর্ণ পরিবেশের মধ্যে দিয়ে রবিবার পাথারকান্দি বিধানসভার লোয়াইরপোয়া ব্লকের আওতাধীন বারোটি জিপি থেকে ভারতীয় জনতা পার্টির কর্মকর্তরা মিলিত হয়ে মিছিল করে মাটি ভর্তি কলস নিয়ে ব্লক কার্যালয়ে এসে উপস্থিত হন। এতে দু’টি ভাগে বিভক্ত করা হয়।লোওয়াইরপোয়া থেকে বাজারিছড়া, ইচাবিল, ঝেরঝেরী, বালিপিপলা জিপির কলস নিয়ে প্রথমে লোয়াইরপোয়া জিপি কার্যালয়ে সামনে জমায়েত হন দলীয় কর্মী ও কর্মকর্তারা। এদিকে হাতিখিরা, ডেঙ্গারবন্দ, পুতিনি, কুকিতল, মেদলী প্রভৃতি জিপির অমৃত কলস নিয়ে হাতিখিরা নাচঘরে জমায়েত হন। পরে হাতিখিরা থেকে পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পালের উপস্থিতিতে ব্যান্ড পার্টি সহযোগে প্রতিটি জিপির অমৃত কলস নিয়ে শোভাযাত্রা করে নিয়ে আসা ব্লক অফিসে। এদিকে ব্লক কার্যালয়ে উপস্থিত থাকা করিমগঞ্জের জেলা আয়ুক্ত মৃদুল  যাদব ও লোয়াইরপোয়া ব্লকের বিডিও নেইহাট হালই ফুল ছিটিয়ে অমৃত কলস গুলো সমঝে নেন। পরে ব্লকের প্রেক্ষাগৃহে শুরু হয় মুল অনুষ্ঠান।

অমৃত কলস যাত্রার তৃতীয় পর্যায় বিশাল শোভাযাত্রা লোয়াইরপোয়ায়

অনুষ্ঠানের স্বাগতিক বক্তব্য রাখেন লোয়াইরপোয়া ব্লকের সহকারি বিডিও হোসেন আহমেদ। অনুষ্ঠানের তাৎপৰ্য নিয়ে বক্তব্য রাখেন লোয়াইরপোয়া মণ্ডল বিজেপির সভাপতি হৃষিকেশ নন্দী।পরে অনুষ্ঠানে উপস্থিত থাকা আমন্ত্রিত অবসর প্রাপ্ত সুরক্ষা কর্মীদের সংবর্ধনা দেওয়া হয়। এছাড়াও সংক্ষিপ্ত ভাবে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এতে সঙ্গীত পরিবেশন করেন বরাক উপত্যকার প্রখ্যাত লোকশিল্পী দেবপ্রিয় নাগ সহ অন্যরা।নৃত্য পরিবেশন করেন কেয়া চৌধুরী ও তার টিম।পরে বক্তব্য পেশ করেন জেলা আয়ুক্ত মৃদুল যাদব। তিনি তার বক্তব্যে বলেন, অমৃত কলস যাত্রার মাধ্যমে রাষ্ট্রের ঐক্যতা প্রকাশ হচ্ছে। প্রধানমন্ত্রীর আহ্বানে দেশের প্রতিটি পরিবারের মাটি সংগ্রহ করে দিল্লিতে শহিদ স্মৃতি সৌধ ও অমৃত বাটিকা নির্মাণ হবে। তি‌নি আরও বলেন, গোটা জেলার মধ্যে লোয়াইরপোয়াতে অত্যন্ত সুন্দর ও সুষ্ঠু ভাবে আয়োজন করা হয়েছে উক্ত অনুষ্ঠানটি।

অমৃত কলস যাত্রার তৃতীয় পর্যায় বিশাল শোভাযাত্রা লোয়াইরপোয়ায়

এছাড়া বক্তব্য রাখেন অনুষ্ঠানের মুখ্য অতিথি স্থানীয় বিধায়ক কৃষ্ণেন্দু পাল তিনি তার বক্তব্যে বলে অমৃত কলস যাত্রায় প্রথমে ঘর ঘর এক মুষ্ঠি মাটি সংগ্রহ করা হয়েছে। পরবর্তীতে প্রতিটি ওয়ার্ড থেকে জিপিতে নিয়ে আসা হয় মাটি ভর্তি কলস।পরে আজ রবিবার প্রতিটি জিপি থেকে স্থানীয় ব্লক কার্যালয়ে নিয়ে আসা হয়। এতে প্রথম থেকে জনগণ স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করেছেন। তিনি বলেন, আজের এই যাত্রায় প্রায় সাত হাজার লোক জমায়েত হয়েছেন। এবং অতি সুন্দর ও সুষ্ঠু ভাবে অনুষ্ঠান অনুষ্ঠিত করা হয়েছে। তি‌নি এও জানান, পরবর্তীতে ব্লক কার্যলয় থেকে একটি কলসে ভর্তি করেএনসিসি কেডারের মাধ্যমে গুয়াহাটি  নিয়ে যাওয়া হবে পরে সেখান থেকে দিল্লিতে পৌছানো হবে সেখানে উদ্যান নির্মাণে ব্যবহৃত হবে এই মাটি গুলো। আর একটি কলস গুয়াহাটিতে রাখা হবে। বিধায়ক বলেন, এতে দেশের সর্বস্ত‌রের মানুষের বাড়ির মাটি মিলে নির্মাণ হবে অমৃত বাটিকা। যা অত্যন্ত গর্বের বিষয়।পরে তিনি এই অনুষ্ঠান আয়োজনে জড়িত প্রত্যেককে ধন্যবাদ জ্ঞাপন করে তার বক্তব্যের ইতি টানেন। অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন করিমগঞ্জ জেলা পরিষদের সিও  রুথ লেয়াংথাং বাজারিছড়া থানার নবাগত ওসি নীলভজ্যোতি নাথ পাথারকান্দি জেলা পরিষদ সদস্য শান্তিলাল সিনহা প্রমুখ।
প্রতিবেদক : মোহাম্মদ জনি, করিমগঞ্জ।

Author

Spread the News