শিক্ষা সেতু অ্যাপ : সোনাইয়ের শিক্ষকরাও সরব

নিপ্পু লস্কর, সোনাই।
বরাক তরঙ্গ, ২৫ জুন : শিক্ষা সেতু অ্যাপসের সমস্যা দূরীকরণের উদ্দেশে রাজ্যের সর্ব শিক্ষা অভিযানের মিশন ডিরেক্টরের কাছে স্মারকলিপি প্রদান করলেন সোনাইর একাংশ শিক্ষকরা। সোমবার সোনাই প্রাথমিক শিক্ষা খণ্ড আধিকারিকের মারফতে মিশন ডিরেক্টরের কাছে স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপি প্রদান করে শিক্ষকরা রাজ্যের মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলেন, স্কুলের অ্যাটেন্ডেন্স প্রদানের ক্ষেত্রে অ্যাপসের মাধ্যমে তাঁরা নানা সমস্যায় পড়তে হচ্ছে। যার ফলে সময় মতো স্কুলে উপস্থিত হয়ে অনেকের অ্যাটেন্ডেন্স হয় না। প্রত্যন্ত অঞ্চলে বিদ্যুতের অভাবে চার্জও থাকে না ট্যাবলেটে। আবার কোনও কোনও জায়গায় নেটওয়ার্ক পাওয়া যায় না। তাই এই নিয়মে কিছু রদবদল করে সমস্যা দূর করার আহ্বান জানান তারা।

এদিন স্মারকলিপি প্রদানে শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন আফতার উদ্দিন মাঝারভূইয়া, আজমল হোসেন মজুমদার, এসএম আক্তারুল আলম, দীপশিখা দাস, ওএম সিংহ, রাহুল আলম, দীপক দত্ত, রাহুল শীল, মাসুদ আহমেদ লস্কর, নুরুল হক বড়ভূইয়া, সাহানুর আলম লস্কর প্রমুখ।

Author

Spread the News