শিক্ষিকাকে প্রাণনাশের চেষ্টা, ধৃত শিক্ষক
বরাক তরঙ্গ, ১৩ জানুয়ারি : মানকাচার শিক্ষা ব্লকের অন্তর্গত আলগা বর্মণপাড়া ১৭২৪ নম্বর বরই এলপি স্কুলের কর্মরত টেট শিক্ষক পঙ্কজ শর্মাকে হত্যার অভিযোগে গ্রেফতার করা হয়েছে। জানা যায়, পঙ্কজ শর্মার বিরুদ্ধে দক্ষিণ সালমারা-মানকাউর জেলার আরেকটি এলপি স্কুলের এক শিক্ষিকাকে তার ভাড়া বাড়িতে প্রবেশ করে হত্যার চেষ্টা করার অভিযোগ রয়েছে। খারুবন্ধ থানায় ওই শিক্ষিকা দায়ের করা অভিযোগের ভিত্তিতে শিক্ষক পঙ্কজ শর্মাকে গ্রেফতার করে বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, শিক্ষিকার অভিযোগ অনুযায়ী, ওই শিক্ষক একটি বই নেওয়ার কথা বলে তাঁর ঘরে প্রবেশ করেন এবং তাঁর মোবাইল ফোনটি ভেঙে দেন। এরপর পঙ্কজ শর্মা ওই শিক্ষিকাকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করেন।