জাতীয় শিক্ষানীতি কাৰ্যকরের বিরুদ্ধে দিল্লিতে সেভ এডুকেশন কমিটির ধরনা ৩ ডিসেম্বর

২৯ নভেম্বর : জাতীয় শিক্ষানীতি, ২০২০ কাৰ্যকরের বিরুদ্ধে দেশব্যাপী যে ব্যাপক আন্দোলন চালাচ্ছে অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটি। এর অঙ্গ হিসেবে জাতীয় শিক্ষানীতি, ২০২০ অবিলম্বে বাতিলের দাবিতে আগামী ৩ ডিসেম্বর সকাল ১০ টা থেকে নয়াদিল্লি যন্তর-মন্তরে ধরনায়  বসবে ও কেন্দ্ৰীয় শিক্ষামন্ত্ৰীর সঙ্গে সাক্ষাৎ করে একটি স্মারকপত্ৰ প্রদান করবে। দেশের খ্যাতনামা শিক্ষাবিদ, ইতিহাসবিদ, বুদ্ধিজীবী, প্ৰখ্যাত বৈজ্ঞানিক, বিশিষ্ট সাংবাদিক, জেএনইউ, দিল্লি বিশ্ববিদ্যালয়, কলকতা বিশ্ববিদ্যালয় ইত্যাদি সহ দেশের প্রখ্যাত বিশ্ববিদ্যালয়ের প্ৰাক্তন ও বর্তমানে কৰ্মরত অধ্যাপক ও উপাচাৰ্যরা এই ধর্ণায় অংশ নেবে। এদের মধ্যে কয়েকজন হলেন অধ্যাপক অরুণ কুমার, অধ্যাপক সচ্চিদানন্দ সিনহা, অধ্যাপক নন্দিতা নারায়ন, প্ৰাক্তন উপাচাৰ্য জয়াহর নেশন, চন্দ্ৰশেখর চক্ৰবৰ্তী, খোয়াজা শাহিদ, প্ৰাক্তন অধ্যক্ষ ঘনশ্যাম নাথ, সংগঠনের সর্বভারতীয় কমিটির সাধারণ সম্পাদক ড. তরুণকান্তি নস্কর। 

কমিটির কর্মকর্তারা বলেন, বৰ্তমানে দেশের শাসকরা অত্যন্ত স্বৈরাচারী ও অগণতান্ত্ৰিক পদ্ধতিতে এমনকি সংসদে কোনও আলোচনা ছাড়াই শুধুমাত্ৰ কর্পোরেটদের স্বাৰ্থে শিক্ষা ধ্বংসকারী জাতীয় শিক্ষানীতি, ২০২০ প্ৰণয়ন করে তা দ্রত কাৰ্যকর করতে চাইছে। জাতীয় শিক্ষানীতি বলবতের মধ্য দিয়ে শিক্ষার স্বাধিকার খৰ্ব করে সম্পূৰ্ণ কেন্দ্ৰীয়করণ ঘটাতে চাইছে। ভারতীয় জ্ঞান ব্যবস্থা চালুর নামে সাম্প্ৰদায়িক ধ্যান ধারণার জন্ম দিয়ে মানুষের ঐক্য ধ্বংসের প্ৰয়াস চালাচ্ছে ও শিক্ষার সম্পূৰ্ণ বাণিজ্যিকিকরণের ঘটিয়ে সাধারণ ঘরের ছেলে মেয়েদের শিক্ষার অধিকার কেড়ে নেওয়ার পরিকল্পনা রচিত হয়েছে। এই পরিস্থিতিতে সংগঠনের পক্ষ থেকে “জনগণের বিকল্প শিক্ষানীতি তৈরি করা হয়েছে” যা কেন্দ্ৰীয় শিক্ষামন্ত্ৰীর সঙ্গে সাক্ষাৎ করে প্ৰদান করবে। 

সংগঠন শিক্ষা-সংস্কৃতি ও সভ্যতা রক্ষা ও সরকারি শিক্ষা ব্যবস্থা অক্ষুন্ন রাখার দাবিতে আন্দোলন চালিয়ে যাবে। এই ঐতিহাসিক ধৰ্না সমাবেশ সফল করতে সব ধরনের সাহায্য, সহযোগিতা শিক্ষানুরাগী জনগণের কাছ থেকে চাওয়া হয়েছে।

Author

Spread the News