‘কা’ তে স্থগিতাদেশ দিল না দেশের শীর্ষ আদালত
১৯ মার্চ : ১১ মার্চ দেশ জুড়ে কা অর্থাৎ নাগরিকত্ব সংশোধনী আইন কার্যকর করেছিল কেন্দ্র সরকার। তারপর থেকেই শুরু হয় বিতর্ক। বাংলা সহ একাধিক রাজ্য জানিয়ে দেয়, তারা লাগু হতে দেবে না এই নিয়ম। দেশের শীর্ষ আদালতে মামলা দায়ের হয়। মঙ্গলবার, ১৯ মার্চ সুপ্রিম কোর্টে এই মামলাগুলির শুনানি ছিল। তবে ‘কা’ তে স্থগিতাদেশ দিল না দেশের শীর্ষ আদালত।
মঙ্গলবার মামলাগুলির শুনানি হয় প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চে। তবে কা’-তে স্থগিতাদেশ চেয়ে যে মামলা গুলি দায়ের হয়েছিল, ওই মামলাগুলির প্রেক্ষিতে তিন সপ্তাহের মধ্যে কেন্দ্রকে জবাব দেওয়ার নির্দেশ দিল দেশের শীর্ষ আদালত। ৯ এপ্রিল এই মামলার পরবর্তী শুনানি।