ডিজিপি-র তরফে পাঠানো বই রাধামাধব কলেজ কর্তৃপক্ষের হাতে তুলে দিলেন পুলিশ সুপার
বরাক তরঙ্গ, ১৯ নভেম্বর : রাজ্যের পুলিশ প্রধান জিপি সিং এর তরফে সিভিল সার্ভিস প্রত্যাশীদের জন্য পাঠানো কিছু মূল্যবান বই রাধামাধব কলেজ কর্তৃপক্ষের হাতে তুলে দিলেন কাছাড়ের পুলিশ অধীক্ষক নুমাল মাহাট্টা ও অতিরিক্ত পুলিশ অধীক্ষক সুব্রত সেন। মঙ্গলবার কাছাড় পুলিশের এই দুই উর্দ্ধতন কর্তা রাধামাধব কলেজে এসে কলেজ অধ্যক্ষ ড. দেবাশিস রায় ও কলেজ লাইব্রেরিয়ান ড. সোনালী চৌধুরীর হাতে বইগুলি তুলে দিলেন। এদিন কলেজের অবকাঠামো উন্নয়ন সহ কলেজ লাইব্রেরি, বিভিন্ন ডিপার্টমেন্ট পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন এসপি ও অ্যাডিশনাল এসপি।
এদিন কলেজ লাইব্রেরিয়ান ড. সোনালি চৌধুরী বলেন, পুলিশ অধীক্ষক আমাদের কলেজের জন্য যে মূল্যবান বই দিয়ে গেলেন সেগুলি পড়ে ছাত্র ছাত্রীরা অনেকাংশে উপকৃত হবে। তিনি বলেন, এমনিতে আমাদের লাইব্রেরিতে ক্যারিয়ার কাউন্সেলিংয়ের অনেক কালেকশন আছে এবং সঙ্গে আজকে আরও কিছু মূল্যবান বইয়ের কালেকশন পেলাম যা থেকে কলেজ পড়ুয়ারা ভবিষ্যত জীবনে উপকৃত হবে। ড. সোনালি চৌধুরী রাধামাধব কলেজ অধ্যক্ষ ড. দেবাশিস রায় সহ লাইব্রেরি বিভাগের পক্ষ থেকে কাছাড়ের পুলিশ সুপার নুমাল মাহাতো ও অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেনকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ ড. রাহুল চক্রবর্তী, অধ্যাপক ড. অরুন্ধতী দত্ত চৌধুরী, ড. অরুণাভ ভট্টাচার্য, জীবন দাশ, ড. রাহুল শরনিয়া, ড. কালীপদ দাশ, ড. নবনিতা দেবনাথ, ড. সূর্য্যসেন দেব, রাধামাধব কলেজ প্রাক্তনী সমিতির সাধারণ সম্পাদক রাজদীপ অধিকারী প্রমুখ।