করিমগঞ্জ নয় শ্রীভূমি, অনুমোদন মন্ত্রিসভায়
দুই ধাপে অসমে পঞ্চায়েত নির্বাচন : মুখ্যমন্ত্রী_____
বরাক তরঙ্গ, ১৯ নভেম্বর : করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন করা হবে। জেলার নাম পরিবর্তন করে রাখা হবে শ্রীভূমি জেলা। মঙ্গলবার এ কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। আজ জনতা ভবনে এক বৈঠকে নাম পরিবর্তনের অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিকদের সম্বোধন করে মুখ্যমন্ত্রী শর্মা বলেন, যেসব জায়গাগুলির নামের কোনও ঐতিহাসিক উল্লেখ বা তাৎপর্য নেই এবং অভিধানে উল্লেখ নেই সেগুলো ধীরে ধীরে পরিবর্তন করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
মুখ্যমন্ত্রী বলেন, “আমাদের সরকার ধীরে ধীরে এমন জায়গার নাম পরিবর্তন করবে। আগে গুয়াহাটির কালাপাহাড় এবং চেরাভাট্টির মতো কিছু জায়গার নাম পরিবর্তন করেছিলাম। আজ করিমগঞ্জ জেলার নাম বদলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং বর্তমানে শ্রীভূমি নামকরণ করা হবে।”
মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে সরকার দুই ধাপে অসমে পঞ্চায়েত নির্বাচন পরিচালনা করবে এবং নির্বাচনী প্রক্রিয়া আগামী বছরের ১০ ফেব্রুয়ারির মধ্যে শেষ হবে এবং ৩০ ডিসেম্বরে নির্বাচনী তালিকা প্রকাশ করা হবে।