প্ল্যাটফর্মে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে জুতো, জামাকাপড়, জলের বোতল
১৬ ফেব্রুয়ারি : প্ল্যাটফর্মে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে জুতো, জামাকাপড়, জলের বোতল, ব্যাগ সহ বিভিন্ন জিনিসপত্র। রবিবার এমনই ছবি দেখা গেল নয়াদিল্লি রেল স্টেশনে।
এদিন ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, প্ল্যাটফর্মের পাশাপাশি এসকেলেটর, রেলওয়ে ওভারব্রিজে যাত্রীদের জুতো, জামাকাপড়, ব্যাগ পড়ে আছে। রেলের কর্মীরা সেগুলি জড়ো করার চেষ্টা করছেন। দুর্ঘটনার ভয়াবহতার ছবি এদিন সকালেও ছিল যথেষ্ট টাটকা। অনেকেই হারিয়ে ফেলা স্বজনের খোঁজ চালিয়ে যাচ্ছিলেন স্টেশন চত্বরে। কেউ আবার ছুটলেন হাসপাতালে।
উত্তর রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক (সিপিআরও) হিমাংশু উপাধ্যায় জানান, ঘটনার সময় পাটনাগামী মগধ এক্সপ্রেস ১৪ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ছিল এবং নয়াদিল্লি-জম্মু উত্তর সম্পর্ক ক্রান্তি এক্সপ্রেস দাঁড়িয়ে ছিল ১৫ নম্বর প্ল্যাটফর্মে। এছাড়া স্বতন্ত্র সেনানী এক্সপ্রেস এবং ভুবনেশ্বর রাজধানী এক্সপ্রেস দেরিতে চলছিল। এই সমস্ত ট্রেনের যাত্রীরা ১২, ১৩ ও ১৪ নম্বর প্ল্যাটফর্মে ছিলেন। ট্রেন প্ল্যাটফর্মে ঢুকতেই শুরু হয় হুড়োহুড়ি।
মহাকুম্ভে যাওয়ার পথে নয়াদিল্লি স্টেশনে পদপিষ্ট হয়ে এখন পর্যন্ত ১৮ জনের মৃত্যু হয়েছে।
খবর : উত্তরবঙ্গ সংবাদ।

