রাতে শিলচরে শিবমন্দির ভেঙে ফেলল পুরসভা, তীব্র প্রতিবাদ বিশ্ব হিন্দু পরিষদের

বরাক তরঙ্গ, ৪ মার্চ : শিলচর শহরে শিবমন্দির ভাঙা নিয়ে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়। ৩০ বছর পুরানো শিবমন্দিরটি পুরসভা ভেঙে দেওয়ায় তীব্র প্রতিবাদ জানাল বিশ্ব হিন্দু পরিষদ, বজরং দল ও কংগ্রেস। সড়ক অবরোধ করে প্রতিবাদ জানান। এ খবর পেয়ে সরেজমিনে পৌঁছান পুলিশ সুপার নুমুল মাহাতো। তিনি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

শিলচর পার্ক রোডে ড্রেন নির্মাণ কাজ করতে গিয়ে শিবমন্দিরটি রবিবার রাতে পুরসভা কর্তৃপক্ষ এক্সকেবেটর দিয়ে ভেঙে ফেলে বলে অভিযোগ উঠে। মন্দির ভেঙ্গে ফেলার খবর পেয়ে সোমবার তীব্র প্রতিবাদ জানায় বজরং দল এবং প্রতিবাদী সামিল হয় শিলচর জেলা কংগ্রেসও।

রাতে শিলচরে শিবমন্দির ভেঙে ফেলল পুরসভা, তীব্র প্রতিবাদ বিশ্ব হিন্দু পরিষদের

এমন কাণ্ডের খবর পেয়ে বিশ্ব হিন্দু পরিষদের নেতা মিঠুন নাথ সেখানে উপস্থিত হয়ে তীব্র ভাষায় পুরসভায় এমন কর্মকাণ্ডের নিন্দা জানান এবং জোরালো প্রতিবাদ করেন। তিনি বলেন, মন্দিরটি যদি রাস্তা বা ড্রেনের উপর তৈরি হয় তাহলে এ মন্দির কমিটিকে নোটিশ দেওয়ার প্রয়োজন ছিল। তা না করে গভীর রাতে মন্দিরটি ভেঙ্গে ফেলে হিন্দু সম্প্রদায়কে আঘাত করা হয়েছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, পুরসভার বিরুদ্ধে বিশ্ব হিন্দু পরিষদ শীঘ্রই মামলা দায়ের করবে। এ কাণ্ডে কে বা কারা জড়িত তাদের বের করে উপযুক্ত শাস্তি দাবি তোলেন। অন্যতায় বিশ্ব হিন্দু পরিষদ বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে বলেও সাফ জানিয়েদেন।

রাতে শিলচরে শিবমন্দির ভেঙে ফেলল পুরসভা, তীব্র প্রতিবাদ বিশ্ব হিন্দু পরিষদের

এ দিন জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পালের নেতৃত্বে এক প্রতিনিধি দল উপস্থিত হয়ে প্রতিবাদ জানায়। খবর পেয়ে পুলিশ সুপার দলবল নিয়ে সেখানে উপস্থিত হন। এবং প্রতিবাদীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। পাশাপাশি এ কাণ্ডের উপযুক্ত তদন্তের আশ্বাস দেন পুলিশ সুপার।

Author

Spread the News