স্বঘোষিত নেতা সেজে চেঁচামেচি না করতে দিলীপকে হুঁশিয়ারি ফোরামের

পিএনসি, শিলচর।
বরাক তরঙ্গ, ৭ ফেব্রুয়ারি : বরাক উপত্যকার বাঙালিদের সম্পর্কে আবোল-তাবোল কথা বলা থেকে বিরত থাকার আহ্বান ড. এপিজে আব্দুল কালাম মেমোরিয়াল ডেভেলপমেন্ট ফোরামের সভাপতি হারাণ দে। তিনি কড়া সুরে হারাণবাবু দিলীপ কুমারকে বলেন উত্তরপ্রদেশ থেকে এখানে ব্যবসা করতে এসেছেন ব্যবসা করুন। ঘোলা জলে মাছ শিকার না করতে বলেন। পৃথক বরাক নিয়ে বহিরাগতের কথা বলার কোন অধিকার নেই।

বরাক আলাদা রাজ্য হয়ে গেলে তাঁকে কি পাততাড়ি গুটিয়ে উত্তরপ্রদেশে ফিরে যেতে হবে তাই হিন্দিবাসীদের হয়ে কথা বলতে শুরু করেছেন দিলীপ। স্থানীয় হিন্দিভাষীরা ঈশ্বরভাই এর মতো বহিরাগত ব্যবসায়ীর পক্ষে সওয়াল করছেন না। আর বরাক আলাদা রাজ্য হলে বাঙালি, হিন্দী ভাষী, চা শ্রমিক, ডিমাসা, মার, মণিপুরী সহ বরাকের সকল সম্প্রদায়ের মানুষের মত নিয়ে করা হবে। তাই তাঁর মতো বহিরাগতের এখানে কোনও মত খাটবে না। কাজেই অনর্থক স্বঘোষিত নেতা সেজে চেঁচামেচি করবেন না ।

Author

Spread the News