হামলার দায় স্বীকার ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’র

২৩ এপ্রিল : জম্মু ও কাশ্মীরে পর্যটকদের একটি দলের উপর গুলি চালানোর ঘটনায় বিশ্বজুড়ে নিন্দার ঝড়। এরই মধ্যে একটি জাতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত হল পহেলগাঁওতে হামলা চালানো সন্ত্রাসীদের প্রথম ছবি। একজনকে সেখানে বন্দুক ধরে থাকতে দেখা গেছে। মঙ্গলবার দুপুর আনুমানিক আড়াইটার দিকে ‘মিনি সুইজারল্যান্ড’ নামে পরিচিত বাইসরান উপত্যকায় ভয়াবহ হামলা চালায় জঙ্গিরা। এই ঘটনায় ২৬ জন প্রাণ হারিয়েছেন।

পাকিস্তানের আশ্রয়ে থাকা ও মদতপুষ্ট সন্ত্রাসী গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার স্থানীয় শাখা ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ এই হামলার দায় স্বীকার করেছে। নিরাপত্তা বাহিনী এখন হামলাকারীদের ধরার জন্য প্রচেষ্টা জোরদার করছে।

প্রত্যক্ষদর্শীরা গুলিবর্ষণের ঘটনাটিকে যেভাবে ব্যাখ্যা করেছেন, তাতে পরিস্থিতির ভয়াবহতা বোঝা যায়। কারণ পর্যটকরা খোলা মাঠে লুকিয়ে থাকার জন্য দৌড়তে শুরু করে। কিন্তু সেখানে লুকানোর কোন জায়গা ছিল না। পর্যটকদের পালানোর মরিয়া চেষ্টার কথা স্মরণ করে একজন প্রত্যক্ষদর্শী গোটা ঘটনা তুলে ধরেন। ঘটনাস্থলের ছবিতে দেখা গেছে, ঘাসের মাঠে মৃতদেহ ছড়িয়ে ছিটিয়ে আছে, স্থানীয়রা সাহায্যের জন্য ছুটে আসছে এবং মহিলারা কাঁদছেন।

এ দিকে, সন্ত্রাসী সংগঠন ‘কাশ্মীর রেজিস্ট্যান্স’ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এই ঘটনার দায় স্বীকার করেছে। নতুন আবাসিক আইনের বিরুদ্ধে ক্ষোভ থেকেই এই হামলা বলে অনুমান। ‘কাশ্মীর রেজিস্ট্যান্স’ জানিয়েছে ৮৫,০০০ এরও বেশি আবাসিক কার্ড অ-স্থানীয়দের দেওয়া হয়েছে। যা এখানে জনসংখ্যাগত পরিবর্তনের পথ প্রশস্ত করেছে। এই অ-স্থানীয়রা পর্যটক হিসেবে আসে, বসবাসের অনুমতি নেয় এবং তারপর এমন আচরণ শুরু করে যেন তাঁরা জমির মালিক। ফলস্বরূপ, যারা অবৈধভাবে বসতি স্থাপনের চেষ্টা করবে তাঁদের বিরুদ্ধে হিংসার ঘটনা ঘটবে।

হামলার পরপরই, নিরাপত্তা বাহিনী এলাকাটি ঘিরে ফেলে এবং তীব্র তল্লাশি অভিযান শুরু করেছে। স্থানীয় পুলিশ এবং সেনাবাহিনী যৌথভাবে সন্ত্রাসীদের খুঁজছে। এলাকাজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সংবেদনশীল এলাকায় অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে। এছাড়াও, পহেলগাঁওতে আসা বাকি পর্যটকদেরও আসতে বাধা দেওয়া হয়েছে।

হামলার দায় স্বীকার 'দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট'র

Author

Spread the News