কাটিগড়ার হিলাড়া- মোহনপুর সড়কের বেহাল দশা, ক্ষোভ এলাকাবাসীর

অনিতা পাল, কাটিগড়া।
বরাক তরঙ্গ, ২৬ জুন : কাটিগড়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত হিলাড়া পেট্রোল পাম্প থেকে মোহনপুর বাজার পর্যন্ত প্রায় এক কিলোমিটার দীর্ঘ গ্রামীণ সড়কের অবস্থা বেহাল। ক্ষুব্ধ এলাকাবাসীরা বুধবার তীব্র প্রতিবাদে সরব হন।

অভিযোগ, ভারত মালা প্রকল্পের আওতায় চলা নির্মাণকার্যের জন্য এই রাস্তাটি দিয়ে ভারি টিপার লালমাটি পরিবহণ করা হয়েছে, যার ফলে সড়কটির ওপর ব্যাপক চাপ পড়ে। দিন দিন রাস্তার অবস্থা আরও খারাপ হয়ে পড়ে। স্থানীয়দের জানান, প্রকল্প কর্তৃপক্ষ আগেই প্রতিশ্রুতি দিয়েছিল যে রাস্তার কোনও ক্ষতি হলে তা দ্রুত মেরামত করা হবে। কিন্তু সেই প্রতিশ্রুতি আজও বাস্তবায়িত হয়নি। বর্ষা মরশুমে পরিস্থিতি আরও ভয়াবহ আকার নিয়েছে।

হিলাড়া পেট্রোল পাম্প থেকে তিনটিকরি হয়ে মোহনপুর বাজার পর্যন্ত এই রাস্তাটি তিনটি গ্রামের কয়েক হাজার মানুষের যাতায়াতের একমাত্র ভরসা। বর্তমানে রাস্তার খারাপ অবস্থার কারণে পড়ুয়া, রোগী, নাগরিক—সবাইকে চরম দুর্ভোগের মুখে পড়তে হচ্ছে।
অবিলম্বে রাস্তার মেরামতের দাবিতে এলাকাবাসীরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

কাটিগড়ার হিলাড়া- মোহনপুর সড়কের বেহাল দশা, ক্ষোভ এলাকাবাসীর
Spread the News
error: Content is protected !!