জমা জলে নাজেহাল চিত্তরঞ্জন লেনের বাসিন্দারা, ক্ষোভ, প্রভাব পড়বে ভোটে

জমা জলে নাজেহাল চিত্তরঞ্জন লেনের বাসিন্দারা, ক্ষোভ, প্রভাব পড়বে ভোটে

দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ২৫ এপ্রিল : জমা জলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে শিলচর শহরের চিত্তরঞ্জন লেনের নাগরিকের। গত দশ বছর থেকে নিউ শিলচর এলাকার চিত্তরঞ্জন লেনের বাসিন্দারা ভুগছেন এই কৃত্রিম সমস্যায়। এক পশলা বৃষ্টিতে প্রায় হাঁটু জলে পরিনত হয়। ভুক্তভোগীরা তিন বছর থেকে জেলা প্রশাসনের বিভিন্ন বিভাগ থেকে শুরু করে সাংসদ, বিধায়ক ও পুর কমিশনারদের জানানো সত্বেও জমা জল নিষ্কাশনের জন্য কোনও ধরনের উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেন।

জমা জলে নাজেহাল চিত্তরঞ্জন লেনের বাসিন্দারা, ক্ষোভ, প্রভাব পড়বে ভোটে

বৃহস্পতিবার ডাঃ এবি নাগ, পাপিয়া নাগ, কঙ্কনা নাথ, অমিতাভ দেব, চন্দ্রা দেব, শম্পা দেব, ইন্দিরা আদিত্য, অপরাজিতা আদিত্য সহ অন্যান্যরা জানান, বৃহত্তর নিউ শিলচর এলাকার লঙ্গাই খালটি প্রত্যেক বছর বৃষ্টির জল জমে থাকায় এলাকার প্রধান সড়ক সহ সংযুক্ত বাই লেনগুলোতে জমা জলে আবদ্ধ থাকে। সপ্তাহব্যাপী থাকা জমাজলের মধ্য দিয়ে যাওয়া আসা করতে গিয়ে বসবাসকারীরা বিভিন্ন ধরনের চর্মরোগ আক্রান্ত হন। এ ছাড়া জমা জলের দরুন বাড়ি ঘর ক্ষতিগ্রস্ত হচ্ছে। বৃষ্টির জমা জল নিষ্কাশনের জন্য রাঙ্গিরখালের সঙ্গে লঙ্গাইখালটিরও নিষ্কাশনের মাধ্যমে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার প্রয়োজন রয়েছে বলে জানান। ভোটে এর প্রভাব পড়বে বলেও জানিয়ে দেন তাঁরা। এবং বয়কটের ডাক দিয়েছেন।

Author

Spread the News