দিলোয়ার হোসেন বড়ভূইয়া, কাবুগঞ্জ।
বরাক তরঙ্গ, ১ জানুয়ারি : মতিনগর সংলগ্ন ভূবন পাহাড়ের নিচে ভুবন নগর এলাকায় এক চাঞ্চল্যকর ঘটনার খবর ছড়িয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দাদের নজরে আসে একটি বাঘ। তবে দুঃখজনকভাবে বন্যপ্রাণীটি জীবিত ছিল না—মৃত অবস্থায় বাঘটিকে উদ্ধার করা হয়। খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং ঘটনাস্থলে ভিড় জমতে শুরু করে। স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে কয়েকজন গ্রামবাসী পাহাড়ের পাদদেশের নির্জন এলাকায় বাঘটির নিথর দেহ পড়ে থাকতে দেখেন। এরপর বিষয়টি দ্রুত আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও বনদপ্তরকে অবহিত করা হয়। মৃত বাঘটির শরীরে বাহ্যিক আঘাতের চিহ্ন রয়েছে কি না, তা খতিয়ে দেখার প্রক্রিয়া শুরু হয়েছে। এই ঘটনাটি আবারও স্পষ্ট করে দিল যে ভূবন পাহাড় ও তার পার্শ্ববর্তী বনাঞ্চলে এখনও বাঘের অস্তিত্ব রয়েছে। পরিবেশবিদ ও বন বিশেষজ্ঞদের মতে, এটি এই অঞ্চলের বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তথ্য। দীর্ঘদিন ধরে বনাঞ্চল সংকোচন, অবৈধ কাঠ কাটা ও মানুষের বসতি বিস্তারের ফলে বন্যপ্রাণীদের আবাসস্থল হুমকির মুখে পড়ছে। তারই ফলস্বরূপ অনেক সময় বন্যপ্রাণী লোকালয়ে চলে আসছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, বনাঞ্চলের যথাযথ নজরদারি ও সংরক্ষণের অভাবের কারণেই এ ধরনের ঘটনা ঘটছে। বাঘটির মৃত্যুর প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়। অস্বাভাবিক মৃত্যু, খাদ্যের অভাব, অসুস্থতা না কি চোরাশিকার—সব দিক খতিয়ে দেখার দাবি জানিয়েছেন সচেতন মহল। বনদপ্তরের পক্ষ থেকে ময়নাতদন্তের মাধ্যমে মৃত্যুর কারণ নির্ধারণ করা হবে বলে জানা গেছে।



