জেলে থেকে বিয়ে করলেন ধর্ষক

৬ ডিসেম্বর : জেলে থেকে ধর্ষিতা কিশোরীকে বিয়ে  করলেন ধর্ষক। ঘটনাটি বাংলাদেশের। আপিল বিভাগের আদেশ ও দুই পরিবারের সম্মতিতে ধর্ষণের শিকার ১৭ বছরের নাবালিকার সঙ্গে ধর্ষকের বিয়ের আয়োজন সম্পন্ন করেছে লালমনিরহাট কারা কর্তৃপক্ষ। তাদের বিয়ে হওয়ায় ওই ধর্ষণ মামলার আসামির জামিন বহাল রেখে মুক্তির নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।

সোমবার প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ৬ বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন। জানা যায়, ২০২২ সালের ১৩ জুলাই লালমনিরহাটের আদিতমারীর এক কিশোরীকে অপহরণ করে একই এলাকার রকিব নামে এক যুবক। পরে ২০২৩ সালের ৮ এপ্রিল অপহরণ ও ধর্ষণের অভিযোগে রকিবের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। একইদিন অপহরণের শিকার হওয়া কিশোরীকে উদ্ধার করে পুলিশ। একইসঙ্গে রকিবুজ্জামান রকিবকে গ্রেফতার করা হয়। মেডিক্যাল পরীক্ষায় ওই মেয়ে গর্ভবতী বলে প্রমাণ পাওয়া যায়। তবে গর্ভের সন্তান পরে নষ্ট হয়ে যায়। মামলায় গত জুন মাসে আসামিকে জামিন দেন হাইকোর্ট বেঞ্চ। এ জামিন আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ।

রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি নিয়ে আসামি রকিবুজ্জামান রকিবের জামিন স্থগিত করে বিষয়টি শুনানির জন্য আপিল বিভাগে পাঠিয়ে দেন চেম্বার আদালত। এর মধ্যে জামিন স্থগিতাদেশ প্রত্যাহার চেয়ে আবেদন করে আসামিপক্ষও। শুনানিতে আসামিপক্ষ লিখিতভাবে আদালতকে জানান, ভুক্তভোগীর সঙ্গে আসামির বিয়ের ব্যবস্থা করতে উভয়পক্ষ রাজি হয়েছেন। এরপর ভুক্তভোগীকে বিয়ের শর্তে আসামির জামিন প্রার্থনা করা হয়।

Author

Spread the News