খাঁচা থেকে বেরিয়ে গাড়ির ইঞ্জিনের ভেতরে ঢুকে পড়ল অজগর

বরাক তরঙ্গ, ২০ ডিসেম্বর : খাঁচা থেকে বেরিয়ে গাড়ির ইঞ্জিনের ভিতরে ঢুকে পড়ল অজগর। এই আজব ঘটনা ঘটলো উধারবন্দে। জানা যায়, শিলচরের কোনও এক জায়গা থেকে প্রায় সাত ফুট লম্বা এক অজগর সাপ উধারবন্দ বন বিভাগ কার্যালয়ের কর্মীরা বড়াইল পাহাড়ে ছেড়ে দিতে মধুরার ইন্দ্রনগর যাচ্ছিলেন। যাওয়ার পথে উধারবন্দের পানগ্রামে থাকা বনবিভাগ কার্যালয়ের সামনে এসে বনবিভাগের গাড়ির চালক দেখতে পান সাপটি খাঁচা থেকে বের হয়ে চালকের সামনে একটি ছিদ্র দিয়ে গাড়ির ডেস্টবুটের ভেতরে ঢুকে পড়ে। এতে বিপাকে পড়েছেন বনকর্মীরা।

খবর দেওয়া হয় উধারবন্দের সাপ ধরার অভিজ্ঞ ব্যক্তি মৃণাল বড়ভূইয়াকে। তিনি এসে দীর্ঘ ৩ ঘন্টা প্রচেষ্টার পর গাড়ির ডেস্টবুট খুলে সাপটিকে বের করেন। এরপর সোমবার বিকেলে বড়াইলে পৌঁছে সাপটি ছেড়ে চলে আসেন বনকর্মীরা।

Author

Spread the News