জীবনে শ্রেষ্ঠত্বের সাধনার শেষ হওয়া উচিত নয়, শলা উপাচার্য পন্থ-র

বরাক তরঙ্গ, ১৫ মে : রাধামাধব কলেজ আইকিউএসি-র উদ্যোগে বুধবার কলেজ প্রেক্ষাগৃহে ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক পর্য্যায়ের চূড়ান্ত পরীক্ষায় কলা ও বাণিজ্য বিভাগে কৃতিত্বের সহিত উত্তীর্ণ আট জন মেধাবীকে ‘হৃষিকেশ শেফালিকণা স্মৃতি পুরস্কার’ প্রদান করা হয়। মর্যাদাপূর্ণ হৃষিকেশ শেফালিকণা স্মৃতি পুরস্কারে ভূষিত মেধাবী এই আট জন ছাত্র ছাত্রীরা হলেন- অনুরূপা দাস (বাংলা অনার্স), স্নেহা বণিক (বাংলা অনার্স), গায়ত্রী কংস বণিক (কমার্স অনার্স), দেবপ্রিয় রায় (কমার্স অনার্স), রত্নাদীপা চক্রবর্তী (রাষ্ট্র বিজ্ঞান অনার্স), সালমা বেগম চৌধুরী (রাষ্ট্র বিজ্ঞান অনার্স), সম্পা দাস (কমার্স অনার্স) এবং রত্নাদীপ রায় (কমার্স অনার্স) । শিক্ষার্থীদের শিক্ষা ক্ষেত্রে উন্নতি অর্জনের জন‍্য উৎসহিত  করতে প্রতি বছর এই পুরস্কার অনুষ্ঠানটি আয়োজন করা হয়। সভায় পৌরহিত্য করেন রাধামাধব কলেজ পরিচালন সমিতির সভাপতি লক্ষীকান্ত ভট্টাচার্য।

‘হৃষিকেশ শেফালিকণা স্মৃতি পুরস্কার’ প্রদান রাধামাধব কলেজে

এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডঃ রাজীব মোহন পন্থ। তিনি তার বক্তব্যে বলেন, এই সফলতাই যাতে তাদের জীবনে শ্রেষ্ঠত্বের সাধনার শেষ হওয়া উচিত নয়। তিনি ছাত্রছাত্রীদের এখানে না থেমে কঠোর পরিশ্রম করতে এবং প্রতিটি ক্ষেত্রে দক্ষতা অর্জন করতে আবেদন রাখেন। তিনি ছাত্রছাত্রীদের কৃতিত্ব নিয়ে আত্মতুষ্ট না হয়ে ভবিষ্যত জীবনে যাতে আরও সফলতা মিলে সেদিকে লক্ষ্য রাখার আহ্বান জানান। 

জীবনে শ্রেষ্ঠত্বের সাধনার শেষ হওয়া উচিত নয়, শলা উপাচার্য পন্থ-র

এদিকে অনুষ্ঠানের সম্মানিত অতিথি শিলচরের সাংসদ ডাঃ রাজদীপ রায় বলেন, ছাত্রদের ভালো মানুষ হয়ে ওঠা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি একজন ভালো ছাত্র হওয়াও গুরুত্বপূর্ণ। রাধামাধব কলেজের এই অনুষ্ঠানে আসতে পেরে নিজেকে অনেক সৌভাগ্যবান বলে মনে করেন। কারণ রাধামাধব কলেজের সাথে তার ও তার পরিবারের একটা আত্মার সম্পর্ক রয়েছে। বিগত ৫২ বছরে রাধামাধব কলেজকে ধাপে ধাপে বাড়তে দেখেছেন, বাঁশের ঘর থেকে আরসিসি বিল্ডিংয়ে রূপান্তরিত হয়েছে ঐতিহ্যবাহী এই কলেজ। রাধামাধব কলেজ আজকের দিনে সরকার এবং ডোনার পরিবারের পৃষ্ঠপোষকতায় বিশাল আকার ধারণ করেছে যা তাকে অনেক উৎফুল্লিত করে। এটা শেষ নয় রাধামাধব কলেজের যাত্রা আগামীদিনে আরও বাকী আছে বলে মন্তব্য করেন সাংসদ রাজদীপ রায়। তিনি সংবর্ধিত হওয়া পড়ুয়াদের আন্তরিক অভিনন্দন জানিয়ে তাদের উজ্জ্বল ভবিষ্যত কামনা করেছেন। 

অতিথি বক্তা কাছাড় কলেজের অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড.জয়দীপ বিশ্বাস মহান কবি নোবেল বিজয়ী রবীন্দ্রনাথ ঠাকুরের আদর্শ, নীতি ও দর্শনের উপর আলোকপাত করেন। তিনি শিক্ষার্থীদের ঠাকুরকে জানা ও বোঝার পরামর্শ দেন। তিনি বলেন, রবীন্দ্রনাথ ঠাকুরও একজন স্বপ্নদ্রষ্টা ছিলেন। তার লেখা শিক্ষার্থীদের পড়া উচিত যাতে তারা কিছু শিখতে পারে। তিনি বলেন, শিক্ষার্থীদেরও চিন্তাশীল হতে হবে। তাদের প্রতিদিন নতুন জিনিস শেখার চেষ্টা করা উচিত, যেহেতু কৌতূহল মানব সভ্যতার চালিকাশক্তি।”

জীবনে শ্রেষ্ঠত্বের সাধনার শেষ হওয়া উচিত নয়, শলা উপাচার্য পন্থ-র

রাধামাধব কলেজের অধ্যক্ষ ড. দেবাশিস রায় তার স্বাগত বক্তব্যে দিনটিকে প্রতিষ্ঠানের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন হিসেবে অভিহিত করেন। তিনি পুরস্কার বিজয়ী শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং সকল শিক্ষার্থীদের ভালোভাবে পড়াশোনা করার পরামর্শ দেন। এদিকে রাধামাধব কলেজ পরিচালন সমিতির ডোনার মেম্বার ইঞ্জিনিয়ার অংশু কুমার রায় অনুষ্ঠানে অংশ নিতে পেরে নিজেকে গর্বিত মনে করেন। তিনি আশ্বাস দিয়েছেন যে তিনি তার পরিবারের সাথে প্রতি বছর মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার প্রদান করবেন। কলেজ পরিচালন সমিতির সভাপতি লক্ষ্মীকান্ত ভট্টাচার্য শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং তাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য সর্বাত্মক সাফল্য কামনা করেন। কলেজের উপাধ্যক্ষ ডঃ রাহুল চক্রবর্তী একটি স্বরচিত কবিতা আবৃত্তি করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাধামাধব কলেজের আইকিউএসি-র কো-অর্ডিনেটর ডঃ সোনালী চৌধুরী, সহযোগিতায় ছিলেন ডঃ অরুণাভ ভট্টাচার্য।

উল্লেখ্য, এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাধামাধব কলেজ পরিচালন সমিতির ডোনার মেম্বার অনুপ কুমার রায়, প্রাক্তন উপাধ্যক্ষ অসীমা রায়, রাধামাধব কলেজ প্রাক্তনী সমিতির সভাপতি দেবাশিস সোম, সাংসদ প্রতিনিধি পুলক দাস, দৈনিক যুগশঙ্খ পত্রিকার ডিরেক্টর নীলাক্ষ চৌধুরী, শশাঙ্ক শেখর ধর, দীপঙ্কর ঘোষ প্রমুখ। 

Author

Spread the News