প্রতিজন মহিলা আত্মসম্মান ও আত্মনির্ভরতার সঙ্গে বাঁচতে পারেন এই উদ্দেশ্য সরকারের : জয়ন্ত

বরাক তরঙ্গ, ৭ অক্টোবর : মহিলাদের আর্থিক ক্ষমতায়ন ও সামাজিক অন্তর্ভুক্তিকে অগ্রাধিকার দিয়ে অসম সরকার ‘অরুণোদয় ৩.০’ প্রকল্পের সূচনা করল মঙ্গলবার, সারা রাজ্যজুড়ে উদ্দীপনার মধ্য দিয়ে। কাছাড় জেলার ১,৫৭৫টি পোলিং স্টেশনে একযোগে এই প্রকল্পের উদ্বোধন উদযাপিত হয়, যা সরকারের গতিশীলতা, স্বচ্ছতা ও দায়িত্ববোধের এক বিরল দৃষ্টান্ত স্থাপন করে। কাছাড় জেলার অভিভাবক মন্ত্রী জয়ন্ত মল্ল বরুয়ার নেতৃত্বে শিলচরের মেহেরপুর দুর্গাবাড়ি কেন্দ্র থেকে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে মন্ত্রী বরুয়া বুথ নং ২২-তে উদ্বোধনী অনুষ্ঠানের সূচনা করেন। প্রথম দিনেই জেলার ১.৮৩ লক্ষ মহিলার ব্যাঙ্ক একাউন্টে প্রত্যেকের জন্য ১,২৫০ টাকা করে অর্থপ্রদান করা হয়।

গুয়াহাটি থেকে মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মার সরাসরি সম্প্রচারিত ভাষণের মাধ্যমে রাজ্যের প্রতিটি জেলায় এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হন উপভোক্তারা। কাছাড়ে জেলা আয়ুক্ত মৃদুল যাদব (আইএএস) এবং অন্যান্য আধিকারিকদের উপস্থিতিতে অনুষ্ঠানের সুশৃঙ্খল আয়োজন সম্পন্ন হয়।

মন্ত্রী বরুয়া বলেন, “২০২০ সালের ডিসেম্বর মাসে অরুণোদয় যাত্রা শুরু হয়। শুরুতে উপভোক্তারা প্রতি মাসে ৮৩০ টাকা করে পেতেন, যা পরবর্তীতে বাড়িয়ে ১,০০০ টাকা করা হয়। এবার অরুণোদয় ৩.০-তে তা বাড়িয়ে ১,২৫০ টাকা করা হয়েছে।” তিনি আরও জানান, এবার রাজ্যজুড়ে ৪০ লক্ষ মহিলাকে এই প্রকল্পের আওতায় আনা হয়েছে এবং প্রতিটি বিধানসভা কেন্দ্রে ২৫,০০০-৩০,০০০ মহিলাকে স্বচ্ছ বুথ কমিটির মাধ্যমে নির্বাচিত করা হয়েছে।

মন্ত্রী স্পষ্টভাবে জানান, “এই প্রকল্পে কোনও মধ্যস্থতা বা দুর্নীতির স্থান নেই। সমস্ত টাকা সরাসরি উপভোক্তার ব্যাঙ্ক অ্য়াকাউন্টে পাঠানো হয়।” বড়খলা বিধানসভা কেন্দ্রের ২৫,৯৮০ জন মহিলা উপভোক্তা এর সুবিধা পাবেন, যার মধ্যে বুথ নং ২২-এর ৯০ জন মহিলা সরাসরি উপকৃত হয়েছেন।

তিনি আরও বলেন, কিছু পরিবারে যদি একাধিক যোগ্য মহিলা ভিন্ন রেশন কার্ডে থেকে সাময়িকভাবে বাদ পড়ে থাকেন, তবে পরবর্তীতে তাঁদের অন্তর্ভুক্ত করতে প্রশাসন প্রতিশ্রুতিবদ্ধ। সরকার চায়, “অসমের প্রতিজন যোগ্য মহিলা আত্মসম্মান ও আত্মনির্ভরতার সঙ্গে বাঁচতে পারেন।”

জেলা আয়ুক্ত মৃদুল যাদব তাঁর বক্তব্যে রাজ্যের মুখ্যমন্ত্রীর ভাষণ মনোযোগ দিয়ে শোনার অনুরোধ জানান উপস্থিত উপভোক্তাদের। একইসঙ্গে, তিনি জেলার সকল কর্মী, আধিকারিক এবং বুথ স্তরের কর্মীদের অক্লান্ত পরিশ্রমের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।

Spread the News
error: Content is protected !!