সমগ্র শিক্ষার অধীনে হাইলাকান্দির ১০৩ টি স্কুলে ডিজিটাল ক্লাসরুমে উন্নীতকরণের প্রক্রিয়া শুরু
এবি লস্কর, লালা।
বরাক তরঙ্গ, ২৪ এপ্রিল : ২০২৪-২৫ শিক্ষাবর্ষে হাইলাকান্দির প্রাথমিক স্কুলে পড়ুয়াদের এবার অনলাইনে ক্লাস নেবে ওএনজিসি। এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ওএনজিসি প্রদত্ত প্রজেক্টর ইনস্টলেশন শুরু হয়েছে। সমগ্র শিক্ষার অধীনে হাইলাকান্দির ১০৩ টি স্কুলে ডিজিটাল শ্রেণিকক্ষে পরিণত করার প্রক্রিয়া শুরু হয়েছে ওএনজিসি পক্ষ থেকে। হাইলাকান্দি শিক্ষা ব্লকের ২৬টি, লালা শিক্ষা ব্লকের ৪২টি এবং কাটলিছড়া শিক্ষা ব্লকের ৩৬ টি স্কুলে ইতিমধ্যে সাদা বোর্ড, ইউপিএস, মাউস, কী-প্যাড, ওয়েব ক্যামেরা, কিট ব্যাগ, রৌডার, ওয়াইফাই সংযোগ, মার্কার পেন ও প্রজেক্টর প্রভৃতি সরঞ্জাম সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করেছে ওএনজিসি।
প্রাথমিক স্তরের পড়ুয়াদের ডিজিটাল স্মার্ট ক্লাসের মাধ্যমে তাদের শিখন অভিজ্ঞতার বিকাশ ঘটাতে ওএনজিসির এডসিল এই প্রকল্প বাস্তবায়ন করছে। প্রাথমিক স্কুলের শিক্ষাদান প্রক্রিয়ায় তথ্য প্রযুক্তির সংযোগ করতে নতুন শিক্ষানীতি ২০২০ নির্দেশনা দিয়েছে। এজন্য প্রাথমিক স্কুলে ইনফরমেশন এবং কমিউনিকেশন টেকনোলজির (আইসিটি) জোর দেওয়া হয়েছে। কচি কাঁচা পড়ুয়াদের তথ্য প্রযুক্তির প্রাথমিক জ্ঞান দিতে উন্নত প্রযুক্তির সাহায্যে পাঠদান করতে হবে শিক্ষকদের। এমনটাই জানিয়েছেন ওএনজিসি র সাউথ হাইলাকান্দি ডিস্ট্রিবিউশনের দায়িত্বপ্রাপ্ত মিজানুর রহমান বড়ভূইয়া। তিনি বিদ্যালয়ে এগুলো ব্যবহার করতে পরামর্শ দেন। তথ্য প্রযুক্তির যুগে এখন থেকে বিদ্যালয়ের শিশুদের একেবারে প্রাথমিক স্তর থেকেই প্রযুক্তিগত ভাবেই গড়ে তোলতে হবে । দিতে হবে কম্পিউটারের জ্ঞান। ক্লাসরুমে আইসিটির মাধ্যমে স্মার্ট ক্লাস নিতে হবে শিক্ষকদের। এমন গাইডলাইন ও এসে গেছে। ওএনজিসি এসব তথ্য প্রযুক্তির সরঞ্জাম প্রদান করায় উন্নত প্রযুক্তির পরিকাঠামো গড়ে উঠবে প্রাথমিক বিদ্যালয় গুলিতে। ইতিমধ্যে হাইলাকান্দি জেলার বেশকটি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষাবিভাগের অনুদানে অত্যাধুনিক ডেস্ক বেঞ্চ ও দেওয়া হয়েছে।