শ্রীভূমিতে প্রধানমন্ত্রীর “পরীক্ষা পে চর্চা” সরাসরি সম্প্রচার

জনসংযোগ, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ১০ ফেব্রুয়ারি : সোমবার দেশের ছাত্রছাত্রীদের জন্য প্রচারিত প্রধানমন্ত্রীর বিশেষ অনুষ্ঠান “পরীক্ষা পে চর্চা” কার্যক্রম শ্রীভূমি জেলা প্রশাসন ও জেলার শিক্ষা বিভাগের ব্যাবস্থাপনায় সরাসরি সম্প্রচার করে দেখানো হয়েছে। সোমবার সকাল ১১ টায় শ্রীভূমি শহরের জেলা গ্রন্থাগার প্রেক্ষাগৃহে শহরের বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র ছাত্রী, শিক্ষক শিক্ষিকা, সর্বশিক্ষা অভিযানের আধিকারিক ও কর্মচারীদের উপস্থিতিতে শিক্ষা বিভাগের দায়িত্ব প্রাপ্ত অতিরিক্ত জেলা আয়ুক্ত মিনার্ভা দেবী আরামবাম ও বিদ্যালয় সমূহের পরিদর্শক নিলম জ্যোতি দাস সরাসরি সম্প্রচার অনুষ্ঠানের সূচনা করেন। এতে বিদ্যালয় সমূহের পরিদর্শক জানান যে “পরীক্ষা পে চর্চা” অনুষ্ঠানের জন্য রাজ্যে শ্রীভূমি জেলা থেকে অধিক সংখ্যাক রেজিষ্ট্রেশন জমা পড়েছে।

শ্রীভূমিতে প্রধানমন্ত্রীর "পরীক্ষা পে চর্চা" সরাসরি সম্প্রচার

এদিনের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ছাত্র ছাত্রীদের পড়াশুনার পাশাপাশি পুষ্টিকর খাদ্য, সময়ের সঠিক ব্যবহার, লক্ষ্য স্থির করে পড়ায় মনোনিবেশ করা এবং লক্ষ্যে উপনীত হতে দৃঢ়তা রাখা, পড়াশুনা থেকে যাতে মানসিক চাপ সৃষ্টি না হয় তার জন্য পড়াশুনার পাশাপাশি অন্যান্য কার্যক্রম যোগাসন, প্রাণায়াম, অঙ্কন, সঙ্গীত, খেলাধুলায় ইত্যাদির সাথে নিজেকে সামিল করতে পরামর্শ দেন। তিনি প্রকৃতির সঙ্গে নিজেকে জুড়ে রাখতে এবং পরিবেশ রক্ষায় সচেতন হতে বলেন। এদিকে ওই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ছাত্র ছাত্রীদের বিভিন্ন প্রশ্ন ও সমস্যা শুনেন এবং সেগুলির সুষ্ঠু সমাধান বাতলে দেন। এদিনের এই অনুষ্ঠানের মাধ্যমে ছাত্র ছাত্রীরা বিশেষ উপকৃত হবে বলে শ্রীভূমি শিক্ষা বিভাগ থেকে আশা প্রকাশ করা হয়। এদিনের পরীক্ষা পে চর্চা কার্যক্রম জেলার রামকৃষ্ণ বিদ্যাপীঠ এইচএস স্কুল, বিরজাসুন্দরী গার্লস হাইস্কুল সহ প্রায় সব কয়টি হাই ও হায়ার সেকেন্ডারি বিদ্যালয়ে সরাসরি সম্প্রচার করে দেখানো হয়েছে।

শ্রীভূমিতে প্রধানমন্ত্রীর "পরীক্ষা পে চর্চা" সরাসরি সম্প্রচার
শ্রীভূমিতে প্রধানমন্ত্রীর "পরীক্ষা পে চর্চা" সরাসরি সম্প্রচার

Author

Spread the News