ভোলানাথপুরে অসম গণ পরিষদের সভা
বরাক তরঙ্গ, ২৩ ফেব্রুয়ারি : বড়খলার ভোলানাথপুরে অসম গণ পরিষদের কেন্দ্রীয় কমিটির সম্পাদক সুজিত কুমার দেবের উপস্থিতিতে এক সভা অনুষ্ঠিত হয়। সভার মূখ্য উদ্দেশ্য ছিল আগামী পঞ্চায়েত নির্বাচনে দলকে শক্তিশালী করে গড়ে তুলা। রবিবার এই সভায় অগপ দলের কেন্দ্রীয় কমিটির সম্পাদক সুজিতকুমার দেব বলেন, জনগণের অগপ দলের প্রতি আস্থা এবং উৎসাহ দেখে অনুভব করছেন যে এবার পঞ্চায়েতে বড়খলা কেন্দ্রে ভালো ফলাফল করবে দল।

এছাড়া স্থানীয় সমস্যাগুলো নিয়ে কাজ করে যাবেন বলে সুজিত দেব আশ্বাস দেন। এছাড়া এ অঞ্চলে কোনও হাইস্কুল নেই, যোগাযোগ ব্যবস্থা না থাকার দরুন কিশোর কিশোরীদের ভবিষ্যৎ অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে। সুজিতকুমার দেব আরও বলেন এই অঞ্চলের সমস্যাগুলো নিয়ে উনি কাজ করে যাবেন এবং বিভাগীয় কর্মকর্তা ছাড়া বিভাগীয় মন্ত্রীদের সঙ্গে দাবি রাখবেন যাতে এই অঞ্চলের খুব শীঘ্রই সমস্যা গুলো সমাধান করা যায়।
