দেড় লক্ষের বেশী ভোটে জয়ী প্রধানমন্ত্রী

৪ জুন : দেড় লক্ষ ভোটের ব্যবধানে জয়ী হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিজের কেন্দ্র বারাণসী থেকেই লড়েছিলেন প্রধানমন্ত্রী মোদি।
গণনার ৯ ঘণ্টা পর দেখা যায়, বারাণসী কেন্দ্রে ৬,১২,৯৭০ ভোটে জিতেছেন বিজেপি প্রার্থী নরেন্দ্র মোদি। কংগ্রেস প্রার্থী অজয় রাইয়ের থেকে তিনি ১,৫৮,৫১৩ ভোটে জিতলেন তিনি।

মোদি জয়ী। তবে ২০১৯ সালের নির্বাচনে তাঁর প্রাপ্ত ভোটের তুলনায় এবার ভোটের মার্জিন কমেছে। গত লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী মোদি পেয়েছিলেন ৬ লক্ষ ৭৪ হাজার ৬৬৪ ভোটে। ৬৩.৬২ শতাংশ ভোটে সমাজবাদী পার্টির শালীনী যাদবকে হারিয়েছিলেন তিনি।

Author

Spread the News