বরাক তরঙ্গ, ১৬ জানুয়ারি : দু’দিনের আসাম সফরের কর্মসূচি নিয়ে শনিবার বিকেলে গুয়াহাটিতে পৌঁছাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একাধিক কর্মসূচিতে অংশ নিতে অসম সফরে আসছেন প্রধানমন্ত্রী। শনিবার কলকাতার মালদহ টাউন রেলওয়ে স্টেশন থেকে আনুষ্ঠানিকভাবে কলকাতা–কামাখ্যা বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস ট্রেনের উদ্বোধন করবেন তিনি। কলকাতা ও গুয়াহাটির মধ্যে চলাচলকারী এই ট্রেনটি প্রধানমন্ত্রী কলকাতা থেকে ফ্ল্যাগ অফ করবেন এবং গুয়াহাটির কামাখ্যা স্টেশনে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।
উল্লেখ্য, শনিবার বিকেল ৫টা ২০ মিনিটে গুয়াহাটির বিমানবন্দরে পৌঁছাবেন প্রধানমন্ত্রী মোদি। বিমানবন্দরে বিশাল র্যালির মাধ্যমে তাঁকে স্বাগত জানানো হবে। এরপর প্রধানমন্ত্রী সরুসজাই স্টেডিয়ামে যাবেন। সন্ধ্যা ৬টায় সরুসজাই ক্রীড়া প্রকল্পে ১০ হাজার শিল্পীর অংশগ্রহণে পরিবেশিত বাগরুম্বা নৃত্য উপভোগ করবেন তিনি।
রাতে প্রধানমন্ত্রী কইনাধরার এক নম্বর রাজ্য অতিথিশালায় অবস্থান করবেন। পরদিন সকাল ৯টা ৩০ মিনিটে প্রধানমন্ত্রী খানাপাড়া থেকে কলিয়াবরের উদ্দেশে রওনা দেবেন। সকাল ১১টায় কলিয়াবরের মৌচন্দা মাঠে এক জনসভায় অংশ নেবেন তিনি। ওই জনসভাতেই কলিয়াবর থেকে বোকাখাট পর্যন্ত ৩৪.৫ কিলোমিটার দীর্ঘ কাজিরাঙা জাতীয় উদ্যানের বিকল্প পথ হিসেবে একটি ফ্লাইওভার ও এলিভেটেড করিডরের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী।



