‘জি’ বাদ দিয়ে শুধু মোদি নামেই পরিচিত হতে চান প্রধানমন্ত্রী

৮ ডিসেম্বর : দলের সমস্ত নেতা, কর্মীকে ভিআইপি, শাসকদলের নেতাসুলভ আচরণ নয়, সাধারণ দলীয় কর্মীর মতো আচরণের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী নরেদ্র মোদি। সংসদ ভবনের অ্যানেক্স বিল্ডিংয়ে বিজেপির সংসদীয় দলের বৈঠক হয়। সেই বৈঠকেই তিনি দলীয় নেতা, কর্মীদের উদ্দেশে বলেন, তাঁকে যেন মোদিজি বা আলাদা কোনও সম্মানসূচক মন্তব্য যেন না করা হয়। শুধু মোদি নামেই পরিচিত হতে চান বিজেপির পোস্টার বয়।
স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, দলের সভাপতি জেপি নাড্ডা থেকে শুরু করে সমস্ত সাংসদদের উপস্থিতিতে প্রধানমন্ত্রী মোদি বলেন, “সমাজে কিছু বিষয় আছে, যেগুলি সহজে কাজ করে। মোদিজির পরিবর্তে আপনারা শুধুমাত্র মোদি বলবেন। মোদি বিজেপির একজন সামান্য কর্মী।” বিজেপি সাংসদ, কেন্দ্রীয় মন্ত্রী বা বিজেপির অন্যান্য নেতা ও মুখপাত্ররা মোদিজি, আদরণীয় প্রধানমন্ত্রী বলে থাকেন। সেই বিষয়গুলি এবার থেকে এড়িয়ে চলার নির্দেশ দেন প্রধানমন্ত্রী মোদি।

সূত্রের খবর, দলীয় নেতৃত্বকে কেন্দ্রীয় প্রকল্পগুলির সঙ্গে যুক্ত হওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। বিশেষ করে, সদ্য শুরু হওয়া বিকশিত ভারত সঙ্কল্প যাত্রার মতো প্রকল্পগুলির সঙ্গে যুক্ত হওয়ার মাধ্যমে সমাজের একবারে নীচু তলার সাধারণ মানুষের সঙ্গে যুক্ত হওয়ার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী মোদি।

সংসদীয় দলের বৈঠকের পর বিজেপি সাংসদ রীতা বহুগুণা যোশি বলেন, “তিনি বলেছেন, মাননীয়, জী এসব বলার কোনও প্রয়োজন নেই। মোদি নামেই আমি পরিচিত এবং ভারতবাসীর মধ্যে সেইটাই থাকুক।” রাজনৈতিকমহল মনে করছে, এর পিছনে দুটি কারণ, একটি হল নিজেকে সাধারণ কর্মী হিসেবে তুলে ধরে নেতাদেরও একই পথ অনুসরণ করার বার্তা এবং দ্বিতীয় হল, শুধুমাত্র মোদি নামের মধ্য দিয়েই নিজেকে ব্র্যান্ডিং করার পথে আরও এক ধাপ এগিয়ে যাওয়ার পথ মসৃণ করা। খবর : আজকাল ডট ইন।

Author

Spread the News