মহাকুম্ভে পুণ্যস্নান সেরে মা গঙ্গাকে শাড়ি দান প্রধানমন্ত্রীর
৫ ফেব্রুয়ারি : মহাকুম্ভে ডুব দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। স্নান সেরে তর্পন করেন তিনি। আজ, বুধবার সকালে প্রয়াগরাজ পৌঁছে জলপথে তিনি সঙ্গমে যান। প্রধানমন্ত্রীর জন্য একটি ভাসমান ঘাটের ব্যবস্থা করা হয়েছে। ঘাটে ত্রিবেণী সঙ্গমে পুণ্যস্নান সারলেন তিনি। মা গঙ্গাকে শাড়িও দান করেন তিনি।
স্নানের পর পুজো-অর্চনাও করবেন। সঙ্গে রয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সাধু-সন্তদের সঙ্গেও দেখা করতে পারেন মোদি। তিনি প্রায় আড়াই ঘন্টা প্রয়াগরাজে থাকবেন বলে প্রধানমন্ত্রী কার্যালয় সূত্রে খবর।