কন্যাকুমারীর বিবেকানন্দ শিলায় ধ্যানে বসেছেন প্রধানমন্ত্রী

৩১ মে : প্রচারের শেষে ধ্যানে বসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গোটা দেশ উত্তাল তাঁর কন্যাকুমারীর বিবেকানন্দ শিলায় টানা ৪৫ ঘন্টা ধ্যানমগ্ন থাকা নিয়ে। কিন্তু কেন কন্যাকুমারী? সে প্রশ্নেরও জবাব খুঁজছে দেশ।

জানা গিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৪৫ নাগাদ তিনি ধ্যান শুরু করেছেন। আগামী ৪৫ ঘণ্টা তিনি ওই ধ্যান মণ্ডপমেই থাকবেন। এই ৪৫ ঘণ্টা শুধু তরল খাবার খাবেন প্রধানমন্ত্রী। তাঁর ডায়েটে মূলত থাকছে ডাবের জল, আঙুর ফলের রস এবং জুসের মতো তরল খাবার। জানা গিয়েছে, এই ৪৫ ঘণ্টা কারও সঙ্গে কথা বলবেন না মোদি। অর্থাৎ পুরোটাই মৌনব্রত পালন করবেন। এমনকী, ওই ধ্যানের জায়গা থেকে বাইরেও আসবেন না তিনি। বেশিরভাগ সময়টাই কাটাবেন ধ্যান করে।

তাৎপর্যপূর্ণভাবে ২০১৯ সালে লোকসভা নির্বাচনের (2024 Lok Sabha Election) পর মোদি যখন কেদারনাথে ধ্যানে বসলেন, সেবার প্রায় গোটা ধ্যান পর্বের ছবি-ভিডিও সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল। দেখানো হয়েছিল সংবাদমাধ্যমেও। এবার তেমনটা হয়নি। প্রধানমন্ত্রীর ধ্যানে বসার প্রায় ১২ ঘণ্টা পর ছবি-ভিডিও প্রকাশ্যে এসেছে।

উল্লেখ্য, ১৩১ বছর আগে এখানেই ধ্যান করেছিলেন নরেন্দ্রনাথ দত্ত অর্থাৎ স্বামী বিবেকানন্দ। কন্যাকুমারীর সেই বিবেকানন্দ রকেই এবার ধ্যানে বসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)।

Author

Spread the News