কাশ্মিরে ‘জেড-মোড়’ টানেল উদ্বোধন প্রধানমন্ত্রীর
১৩ জানুয়ারি : কাশ্মীর ফিরে পাচ্ছে তাঁর ‘ভূস্বর্গ’ পরিচয়। সোমবার জম্মু-কাশ্মীরের গান্দেরবাল জেলায় ৬.৫ কিলোমিটার দীর্ঘ ‘জেড-মোড়’ (Z-Morh) টানেল উদ্বোধন করে এমনটাই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাশাপাশি গত বছর অক্টোবর মাসে সোনমার্গের এই ‘জেড-মোড’ টানেলের কাছে জঙ্গি-হামলায় মৃত ৭ জনের প্রতি তাঁর শ্রদ্ধা জানিয়েছেন তিনি। উল্লেখ্য, এই টানেলটি খুলে যাওয়ায় এখন থেকে গোটা বছর জুড়েই পর্যটকেরা সোনমার্গে আসতে পারবেন।
তিনি বলেন,“সবার প্রথমে আমি ধন্যবাদ জানাতে চাই আমার সেই সকল ভাইদের যারা কঠিন পরিস্থিতিতে, জীবনের ঝুঁকি নিয়েও জম্মু-কাশ্মীর তথা দেশের বিকাশের জন্য কাজ করে গিয়েছেন। আমাদের ৭ জন শ্রমিক তাঁদের প্রাণ হারিয়েছেন, কিন্তু বাকিরা মিলে এই কাজটি সম্পূর্ণ করেছেন। আজ আমি সেই ৭ জন সহকর্মীকে স্মরণ করতে চাই যারা তাঁদের প্রাণ হারিয়েছেন।”
তিনি আরও বলেন, “খারাপ দিনগুলিকে পেছনে ফেলে কাশ্মীর আবার তাঁর ‘ভূস্বর্গ’-এর তকমা ফিরে পাচ্ছে। আজ মানুষ সন্ধ্যেবেলায় লাল চকে যাচ্ছে আইসক্রিম খেতে। এমনকি রাতেও সেখানকার আবহ বেশ প্রাণবন্ত। কাশ্মীরের শিল্পীরা পোলো ভিউ মার্কেটকে এক নতুন রুপ দিয়েছে। আমি সোশ্যাল মিডিয়ায় দেখেছি সেখানে শিল্পীদের পারফর্ম করতে।”
মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহকে অভিবাদন জানিয়ে তিনি বলেন,“মুখ্যমন্ত্রীও একটি ম্যারাথনে অংশ নিয়েছেন যার ভিডিও বেশ ভাইরাল হয়েছে। আমি তাঁকে বিশেষ অভিনন্দন জানিয়েছি যখন দিল্লিতে আমাদের দেখা হয়েছিল। এটা জম্মু-কাশ্মীরে এক নতুন যুগের সূচনা।”
খবর : উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল।