দেশে প্রথম গঙ্গার নীচে মেট্রো রুট, উদ্বোধন প্রধানমন্ত্রীর

৬ মার্চ : লোকসভা নির্বাচনের আগেই উদ্বোধন হল দেশে প্রথম গঙ্গার নীচে মেট্রো রুটের। ইস্ট-ওয়েস্ট মেট্রোর এসপ্লানেড থেকে হাওড়া ময়দান পর্যন্ত ৪.৮ কিলোমিটার, নিউ গড়িয়া-বিমানবন্দর মেট্রোপথের নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত ৫.৪ কিলোমিটার এবং জোকা-তারাতলা মেট্রোপথের মাঝেরহাট পর্যন্ত ১.২৫ কিলোমিটার সম্প্রসারিত অংশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শহরের মেট্রো ক্ষেত্রে প্রায় ১১.৪৫ কিলোমিটার পথের সংযুক্তি ঘটবে। দ্রুত ওই সব মেট্রোপথে যাত্রী পরিষেবা শুরু করতে চান মেট্রো কর্তৃপক্ষ।

বুধবার সকালে এসপ্ল্যানেড মেট্রো স্টেশন থেকে গঙ্গার নীচের মেট্রো রুটের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এর পাশাপাশি দেশের আরও পাঁচটি মেট্রো প্রকল্পের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীও।

উদ্বোধনের পরেই গঙ্গার নীচে মেট্রো সফর করেন নরেন্দ্র মোদি। তাঁর পাশেই ছিলেন পড়ুয়ারা। এরপরই বারাসাতের উদ্দেশে রওনা হবেন মোদি। ছবি সংগৃহিত।

Author

Spread the News