দু’দিনের অসম ও অরুণাচল সফরে এলেন প্রধানমন্ত্রী
বরাক তরঙ্গ, ৮ মাৰ্চ : অসম ও অরুণাচল প্রদেশ সফরে এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার দু’দিনের কর্মসূচি নিয়ে এলেন প্রধানমন্ত্রী। এ দিন তেজপুর বিমানবন্দরে তাঁকে উষ্ণ স্বাগত জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সনোয়াল, পরিষদীয় মন্ত্রী অতুল বরা সহ অনেকে। তিনি তেজপুর থেকে হেলিকপ্টারে পৌঁছেছেন কাজিরঙা। কাজিরঙায় রাত কাটিয়ে আগামীকাল শনিবার ভোর সাড়ে পাঁচটায় কাজিরঙা জাতীয় উদ্যান এর কহরা বনাঞ্চলের মিহিমুখে জিপ ও হাতি সাফারি করবেন মোদি। প্রায় দুঘণ্টা উদ্যানের নৈসর্গিক মনোরম পরিবেশে কাটাবেন প্রধানমন্ত্রী।
কাজিরঙা থেকে তিনি চলে যাবেন অরুণাচল প্রদেশ। অরুণাচল প্ৰদেশে তিনি পশ্চিম কামেঙের সেলা সুরঙ্গ উদ্বোধন করবেন। তার পর ইটানগরে গিয়ে কয়েকটি উন্নয়নমূলক প্ৰকল্পের উদ্বোধন করবেন প্ৰধানমন্ত্ৰী। অরুণাচল প্রদেশে দুটি জনসভায় ভাষণও দেবেন তিনি।
ওইদিনই বিকালে ঘুরে আসবেন যোরহাট। এদিন যোরহাটের মেলেং মেটেলি ময়দানে আয়োজিত লক্ষাধিক জনতার সমাবেশ-মঞ্চ থেকে একসঙ্গে উদ্বোধন করবেন ৫,৫৫,৫৫৫টি প্রধানমন্ত্রী আবাস যোজনা-র অধীনে নির্মিত ঘর। নবনির্মিত ঘরে সরকারের তরফ থেকে পাঠানো হবে মিষ্টির ডালি। এছাড়া পিএম-ডিভাইন প্রকল্পের অধীনে তিনসুকিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালের উদ্বোধনের পাশাপাশি শিবসাগর মেডিক্যাল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন মোদি।
এ ছাড়া প্রধানমন্ত্রী এদিন বারাউনি থেকে গুয়াহাটি পর্যন্ত বিস্তৃত ৩,৯৯২ কোটি টাকার পাইপলাইন প্রকল্পের সূচনা করবেন। এগুলি ৭৬৮ কোটি টাকায় ডিগবয় রিফাইনারি এবং ৫১০ কোটি টাকায় গুয়াহাটি রিফাইনারির সম্প্রসারণ।
তাছাড়া শনিবার যোরহাটে কিংবদন্তি আহোম বীর সেনাপতি লাচিত বড়ফুকনের ৮৪ ফুট উঁচু ব্রোঞ্জের মূর্তি উন্মোচন করবেন প্রধানমন্ত্রী। এদিন ভারতীয় রেলওয়ের ১,৩২৮ কোটি টাকার দুটি রেলওয়ে প্রকল্প উৎসর্গ করে ওই অনুষ্ঠানে জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী মোদি।