বাংলাদেশ উপকূলে আছড়ে পড়ল ‘মিধিলি’, ভারী বৃষ্টির সম্ভাবনা
১৭ নভেম্বর : বাংলাদেশ উপকূলে আছড়ে পড়ল ‘মিধিলি’। শুক্রবার বিকেল সাড়ে ৪টা নাগাদ বাংলাদেশের খেপুপাড়া উপকূলে ৮৫ কিলোমিটার বেগে আছড়ে পড়ে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া এই ঘূর্ণিঝড়।
আবহাওয়া অফিস জানিয়েছে, গত ছয় ঘণ্টায় উত্তর-পশ্চিম এবং তৎসংলগ্ন উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে থাকা ঘূর্ণিঝড় ২৫ কিলোমিটার বেগে আরও উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়েছিল। বিকাল আড়াইটা নাগাদ খেপুপাড়া থেকে ৩০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে এবং চট্টগ্রাম থেকে ২৫০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। এরপর তা আরও উত্তর-উত্তরপূর্ব দিকে এগিয়ে এসে খেপুপাড়া উপকূলে আছড়ে পড়ে। ঘূর্ণিঝড়ের প্রভাবে শুরু হয়েছে ভারী বৃষ্টি। স্থলভাগ দিয়ে যাওয়ার সময় ক্রমশ শক্তি হারাবে ঘূর্ণিঝড়।
উল্লেখ্য, মালদ্বীপের দেওয়া নাম ‘মিধিলি’ ক্রমশ শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হয়। শুক্রবার ভোরে মিধিলি ওড়িশার পারাদ্বীপ থেকে ১৯০ কিমি পূর্বে, দিঘা থেকে ২০০ কিমি দক্ষিণ–দক্ষিণপূর্বে এবং বাংলাদেশের খেপুপাড়া থেকে ২২০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করেছে।