কড়া নিরাপত্তায় হাইলাকান্দি জেলার ৬০২ টি কেন্দ্রে ভোট কর্মীরা পৌঁছালেন গন্তব্যে
জনসংযোগ, হাইলাকান্দি।
বরাক তরঙ্গ, ২৫ এপ্রিল : হাইলাকান্দি জেলার নতুন ভোট কেন্দ্র সহ মোট ৬০২ টি ভোটকেন্দ্রে শুক্রবার ভোটগ্রহণ পর্ব অনুষ্ঠিত হবে। ৭ নম্বর করিমগঞ্জ লোকসভা কেন্দ্রের অধীন হাইলাকান্দি জেলার দুইটি বিধানসভা কেন্দ্রের ভোট কর্মীরা কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে বৃহস্পতিবার সন্ধ্যায় নিজ নিজ গন্তব্যে পৌঁছালেন। জেলার ৩৩২ টি কেন্দ্র থেকে হবে ওয়েব কাস্টিং।
বৃহস্পতিবার হাইলাকান্দি সরকারি ভিক্টোরিয়া ম্যামরিয়েল স্কুল থেকে ভোটসামগ্রী ইভিএম ভিভিপ্যাট সংগ্রহ করেন ভোটকর্মীরা এবং নিজেদের গন্তব্যের উদ্দেশ্য রওয়ানা হন। জেলা আয়ুক্ত নিসর্গ হিবরে ভোট সামগ্রী বিতরনের গোটা পর্ব তদারকি করেন। এছাড়া পুলিশ সুপার লীনা দোলে, ডিডিসি এলডাড ফাইরিহেন, জেলা পরিষদের চিফ এগজিকিউটিভ অফিসার রনজিৎ কুমার লস্কর, এডিসি ত্রিদীব রায় , এল খিংতে, অমিত পারভোসা, ইলেকশন অফিসার বেদান্ত বিকাশ বরা, সার্কল অফিসার কিলুনতুলি জেমি, মৃগাক্ষী দাস, ভাস্করজ্যোতি তালুকদার প্রমুখ জেলা,প্রশাসনের আধিকারিকদের নেতৃত্বে বিভিন্ন সেলের কর্মীরা মোট ৩০ টি কাউন্টার থেকে ইভিএম, ভিভিপ্যাড সহ সামগ্রী বিতরন করেন।
শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করতে জেলায় ম্যাজিস্ট্রেট, জোনাল অফিসার, সেক্টর অফিসার সহ মাইক্রো অবজারভার নিয়ুক্তি দেওয়া হয়েছে।
অপরদিকে, হাইলাকান্দি জেলায় অবাধ ও শান্তিপূর্ণ ভাবে নির্বাচন সম্পন্ন করতে চব্বিশ এপ্রিল বিকেল পাঁচটা থেকে ২৬ এপ্রিল বিকেল পাঁচটা পর্যন্ত ড্রাই ডে ঘোষণা করা হয়েছে। লোকসভা নির্বাচনের জন্য গোটা জেলায় ২৪ এপ্রিল থেকে ২৬ এপ্রিল বিকেল পাঁচটা পর্যন্ত সম্পুর্ন ড্রাই ডে ঘোষণা করা হয়েছে।
উল্লেখ্য, এবারের নির্বাচনে হাইলাকান্দি বিধানসভা কেন্দ্রে ১০৯৬২২ জন পুরুষ ভোটার এবং ১০৪৪৫৮ মহিলা ভোটার ও একজন থার্ড জেন্ডার মিলিয়ে মোট ২১৪০৮১ জন ভোটার তাদের গনতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন।
অন্যদিকে, ১২২ আলগাপুর কাটলিছড়া বিধানসভা কেন্দ্রের ৩২৩ টি পোলিং স্টেশনে মোট ২৬২২৫৪ জন ভোটার তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন। এরমধ্যে পুরুষ ১৩৮১৮৬ এবং মহিলা ১২৪০৬৮ রয়েছেন।
এদিকে, ২৬ এপ্রিল লোকসভা নির্বাচনের প্রেক্ষিতে হাইলাকান্দি জেলায় সবেতন ছুটি ঘোষণা করেছেন ডিস্ট্রিক্ট কমিশনার নিসর্গ হিবরে।