রাতে ঘুংগুরে যুবকের উৎপাত, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ছুটতে হয়েছে পুলিশকে

বরাক তরঙ্গ, ১৩ ডিসেম্বর : ঘুংগুর এলাকায় মুসলিম ব্যক্তিকে মারধরে উত্তেজনা সৃষ্টি হয়। খবর পেয়ে ঘুংগুর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে। জানা যায়, ঘুংগুর ভেটনারির নুনিয়া পদবির যুবক সাঙ্গপাঙ্গ নিয়ে শিলচর মেডিক্যালের মসজিদের সামনে একজন মুসলিম লোককে মারপিট করে এবং অকথ্যভাবে মুসলিম মানুষকে গালিগালাজ করে। ওই জায়গার সমস্ত মুসলিম মানুষকে গুলি করে হত্যা করার হুমকি দেয় তখন কিছু মুসলিম যুবকরা এসে এর প্রতিবাদ জানায়। কিন্তু নুনিয়া কাউকে পাত্তা না দিয়ে নিজের গুন্ডামি চালিয়ে যায় এবং বারবার ধর্ম টার্গেট করে গালিগালাজ করে বলে অভিযোগ।

রাতে ঘুংগুরে যুবকের উৎপাত, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ছুটতে হয়েছে পুলিশকে
বুধবার সাংবাদিকদের সামনে ঘটনার বিস্তারিত তুলে ধরেন স্থানীয় যুবকরা।

এরপর সেখান থেকে পালিয়ে ঘুংগুর থানায় চলে যায়। ওর সাঙ্গপাঙ্গরা ওই এলাকার মধ্যে জয় শ্রীরাম ধ্বনি দিয়ে উত্তেজনা দেখা দিলে ছুটে আসেন সদর থানার ভারপ্রাপ্ত ওসি। দলবল নিয়ে তিনি  পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। 

ওই যুবকের বিরুদ্ধে আগেও এমন অভিযোগে থানায় মামলা দায়ের করা হলেও পুলিশ কোন পদক্ষেপ নেয়নি বলে ক্ষোভ এলাকাবাসীর। তার উৎপাতে অতিষ্ঠ এলাকার মানুষ। এলাকার জনগণ এ নিয়ে পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করেন।
প্রতিবেদক : হিবজুর রহমান, শিলচর।

Author

Spread the News